ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিসিটিভির আওতায় আসছে পুরো চট্টগ্রাম নগরী

প্রকাশিত: ০৯:১৬, ২৬ এপ্রিল ২০১৯

সিসিটিভির আওতায় আসছে পুরো চট্টগ্রাম নগরী

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম মহানগরী আগামী এক মাসের মধ্যে ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় নিয়ে আসা হবে। একইসঙ্গে পুরো ট্রাফিক সিস্টেমও আসবে এই প্রযুক্তির আওতায়। আইনশৃঙ্খলার উন্নতি ও নগরবাসীর নিরাপত্তায় এ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার মোঃ মাহবুবর রহমান। বৃহস্পতিবার নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে আয়োজিত এক সুধী সমাবেশে সিএমপি কমিশনার পদক্ষেপের কথা জানান। ডবলমুরিং থানা এলাকায় স্থাপিত ক্লোজ সার্কিট ক্যামেরা নেটওয়ার্ক কার্যক্রম উদ্বোধন উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়। সিএমপি কমিশনার বলেন, পুরো নগরীর নিরাপত্তা বৃদ্ধি ও শৃঙ্খলা আনয়নে সহায়ক হবে। এদিকে, সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম জানান, ট্রাফিক সিস্টেমকেও নিয়ে আসা হবে সিসিটিভির আওতায়। ক্যামেরাগুলোকে ট্রাফিক বিভাগের সঙ্গে সমন্বয় করা হবে। কেউ ট্রাফিক আইন লঙ্ঘন করলে সঙ্গে সঙ্গে ধরা পড়বে। সিএমপির উপ-কমিশনার (পশ্চিম) ফারুক উল হকের সভাপতিত্বে অতিরিক্ত উপ-কমিশনার মোঃ কামরুল ইসলামের পরিচালনায় সুধী সমাবেশে বক্তৃতা করেন মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির আহ্বায়ক ও দৈনিক আজাদী সম্পাদক এমএ মালেক, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম ও কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব অহিদ সিরাজ চৌধুরী স্বপন।
×