ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আন্দোলন ছাড়া খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না ॥ মোশাররফ

প্রকাশিত: ১১:০৩, ২৪ এপ্রিল ২০১৯

আন্দোলন ছাড়া খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না ॥ মোশাররফ

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্ত করতে সবাইকে আন্দোলনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, তাকে কারাগারে রেখে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ‘ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ’ আয়োজিত সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী আসাদুজ্জামানের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ড. মোশাররফ বলেন, বর্তমান সরকার দেশে অলিখিত বাকশাল প্রতিষ্ঠা করেছে। আওয়ামী লীগ অতীতে দেশে বাকশাল প্রতিষ্ঠা করে গণতন্ত্র ধ্বংস করেছিল। বিএনপি ক্ষমতায় এসে দেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করে। এখনও দেশে গণতন্ত্র নেই। তাই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে আন্দোলনের মাধ্যমে আগে খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করতে হবে। তারপর জনগণের ভোটে নির্বাচনের ব্যবস্থা করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। ড. মোশাররফ বলেন, সংবিধানে বলা আছে, নির্বাচিত সংসদ সদস্যরা দেশ পরিচালনা করবেন। কিন্তু এখন দেশ পরিচালনা করছে মনোনীত প্রার্থীরা। এই মনোনীতদের দিয়ে সরকার এখন অলিখিত বাকশাল প্রতিষ্ঠা করেছে। দেশ এখন আওয়ামী লীগের বাক্সে বন্দী।
×