ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

কোম্পানি লাভজনক করতে বন্ড সুবিধা নেবে সিনোবাংলা

প্রকাশিত: ০৮:৫৭, ২১ এপ্রিল ২০১৯

কোম্পানি লাভজনক করতে বন্ড সুবিধা নেবে সিনোবাংলা

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের সিনোবাংলা ইন্ডাস্ট্রির ইউনিট-১ কারখানাটি দীর্ঘদিন ধরে লোকসানে রয়েছে। এটিকে মুনাফায় আনতে শতভাগ রফতানমুখী করতে চায় প্রতিষ্ঠানটি। তাই রফতানি সুবিধা পেতে বন্ড লাইসেন্স করবে বলে কোম্পানি সূত্রে জানা গেছে। কোম্পানি সূত্র জানায়, তাদের আরেকটি কারখানা ইউনিট-২ বন্ড লাইসেন্স নিয়ে উৎপাদিত পণ্য শতভাগ রফতানি করছে। আর এই ইউনিটের আয় দিয়ে কোম্পানিটি চলছে। ২০১১ সালে পুঁজিবাজার থেকে রাইটের মাধ্যমে পুঁজি নিয়ে এই ইউনিট-২ এর উৎপাদন বাড়ানো হয়েছে। এছাড়া বিভিন্ন বিএমআরই প্রকল্প করে ইউনিট-২ এর উৎপাদন বাড়ানো হয়েছে। ২০১৭-২০১৮ হিসাব বছরে কোম্পানিটি ইউনিট-২ এর উৎপাদন ক্ষমতা প্রতি মাসে ১৫০ টন করে বছরে ১৬৮০ টন বাড়িয়েছে। এছাড়া মিডিয়াম ও হাই সেগমেন্ট এফআইবিসির উৎপাদনের জন্য আরও ১২ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। কোম্পানির নিজস্ব তহবিল ও ব্যাংক ঋণ করে এই টাকা বিনিয়োগ হয়েছে। এদিকে ইউনিট-১ কারখানা দিয়ে ব্যবসা শুরু করা সিনোবাংলা প্রথমে দেশীয় বাজারে পণ্য বিক্রি করত। তাই এই কারখানাটির পণ্য রফতানির অনুমতি ছিল না। কিন্তু দেশীয় বাজারে এর উৎপাদিত পণ্য বিক্রিতে মন্দাভাব দেখা দেয়ায় তারা রফতানিমুখী উৎপাদনে মনযোগ দেয়। আর লোকসান গুণতে থাকায় ইউনিট-১ এর উৎপাদন ২০ শতাংশে নামিয়ে দেয় কোম্পানি কর্তৃপক্ষ। বর্তমানে এই ইউনিট-১ কে মুনাফায় আনতে শতভাগ রফতানিমুখী করতে চায় কর্তৃপক্ষ। তাই এর সংস্কার করা হচ্ছে। পাশাপাশি বন্ড লাইসেন্স পেতে কাগজপত্র ঠিক করা হয়েছে। অল্প সময়ের মধ্যেই বন্ড লাইসেন্সের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে আবেদন করা হবে। এই বিষয়ে কোম্পানির এক উর্ধতন কর্মকর্তা বলেন, কোম্পানির ইউনিট-১ লোকসানে রয়েছে। একে মুনাফায় আনতে শতভাগ রফতানিমুখী করা হবে। এর জন্য কারখানাটির সংস্কার কাজও প্রায় সম্পন্ন হয়েছে। আর রফতানি সুবিধা পেতে বন্ড লাইসেন্সের জন্য আবেদন করা হবে। আর লাইসেন্স পেলে মূল্য সংবেদনশীল তথ্য হিসেবে শেয়ারহোল্ডারদের আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
×