ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢাকা থিয়েটারের নতুন নাটক ফিয়ারলেস মঞ্চস্থ

প্রকাশিত: ১১:১৫, ১৮ এপ্রিল ২০১৯

ঢাকা থিয়েটারের নতুন নাটক ফিয়ারলেস মঞ্চস্থ

স্টাফ রিপোর্টার ॥ ঢাকার মঞ্চে যুক্ত হলো আরেকটি নতুন নাটক। ফিয়ারলেস নামের এই নাটকটি মঞ্চে এনেছে ঢাকা থিয়েটার। ভিন্নভাবে পারঙ্গম ও শারীরিক প্রতিবন্ধী শিল্পীদের নিয়ে নির্মিত হয়েছে দলের ৪৮তম প্রযোজনাটি। বুধবার সন্ধ্যা ৬টা এবং সাড়ে ৭টায় নাটক দুটি প্রদর্শনী হয়। রুমা মোদক রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন সামিউন জাহান। এতে অভিনয় করেছেন দৃষ্টি প্রতিবন্ধী লাভলী আক্তার, শারীরিক প্রতিবন্ধী আদনান হাবিব এবং শ্রবণ প্রতিবন্ধী হাওয়া ইসলাম। বর্ণনাত্মক সংলাপ ও কাব্যিক বর্ণনায় এই তিন শিল্পীর সমন্বিত রসায়নে নাটকটি হয়ে উঠেছে অনবদ্য। নাটকে অন্ধশিল্পী লাভলীর পরিমিত এবং সুনির্দিষ্ট অভিব্যক্তি, উচ্চারিত সংলাপের স্পষ্টতা, শরীরের ভাষার সঠিক প্রয়োগে এক শিল্পোত্তীর্ণ চরিত্র সৃষ্ট হয়। নাটক শেষে দর্শক সেই প্রশংসাও করেন মঞ্চে দাঁড়িয়ে থাকা দৃষ্টিহীন লাভলীর প্রতি। নাটকটি মঞ্চায়ন শেষে মঞ্চে এসে শিল্পীদের পরিচয় করিয়ে দেন ঢাকা থিয়েটারের প্রধান সংস্কৃতিজন নাসির উদ্দীন ইউসুফ। তিনি জানান, ভিন্নভাবে পারঙ্গম ও শারীরিক প্রতিবন্ধী দর্শকদের জন্য ঢাকা থিয়েটারের বিশেষ নাট্যায়োজন শুরু হয় ২০১৩ সালে। ব্রিটিশ কাউন্সিলের সার্বিক সহযোগিতায় ঢাকা থিয়েটার ও লন্ডনের গ্রেআই থিয়েটার যৌথভাবে ২০১৬-এ প্রযোজনা করে শেক্সপিয়ারের ‘রোমিও জুলিয়েট’! নাসির উদ্দীন ইউসুফ বলেন, রোমিও জুলিয়েট থেকে ফিয়ারলেসÑদুটি নাটকে শুধু প্রতিবন্ধী তরুণেরা নয় আমরাও এক নতুন দিগন্তের সন্ধান পেলাম। আমরাও জানলাম ভিন্ন এক জগতের ভিন্ন জীবন ও ভাষার কথা। আমাদের নাট্যাভিযাত্রায় এ এক অনন্য অভিজ্ঞতা।
×