ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৪ বাংলাদেশী জেলেকে অপহরণ

প্রকাশিত: ১২:১০, ১৭ এপ্রিল ২০১৯

৪ বাংলাদেশী জেলেকে অপহরণ

বিডিনিউজ ॥ কক্সবাজারের নাফ নদী থেকে একটি ট্রলারসহ চার বাংলাদেশী জেলেকে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ধরে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল হাসান খান জানান, মঙ্গলবার ভোরে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী থেকে বিজিপি তাদের অস্ত্রের মুখে অপহরণ করে বলে তারা অভিযোগ পেয়েছেন। ওই এলাকার ট্রলার মালিক আমান উল্লাহ বলেন, তার ট্রলার নিয়ে শাহপরীর দ্বীপ এলাকায় নাফ নদীতে মাছ ধরতে যান চার জেলে। ‘মিয়ানমার থেকে বিজিপির একটি দল স্পিডবোটে এসে অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে ধরে নিয়ে যায়।’ আমান উল্লাহ জানান, চার জেলে হলেন শাহপরীর দ্বীপ বাজার পাড়ার বাসিন্দা আজিম উল্লাহ, মোহাম্মদ আবদুল্লাহ, আবুল কালাম ও মোহাম্মদ হাসান।
×