ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

এমসিসির আজীবন সদস্য ইনজামাম, বাউচার

প্রকাশিত: ১১:৪৫, ১৩ এপ্রিল ২০১৯

 এমসিসির আজীবন সদস্য ইনজামাম, বাউচার

স্পোর্টস রিপোর্টার ॥ মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) সম্মানসূচক আজীবন সদস্য হয়েছেন পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান ইনজাম-উল-হক ও দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক মার্ক বাউচার। ক্রিকেটে তাদের দারুণ সব অর্জনের স্বীকৃতিস্বরূপ তাদের এই সম্মানসূচক মর্যাদা দেয়া হয়েছে। শুক্রবার এই ঘোষণা দেয় এমসিসি। বর্তমানে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করছেন একসময় জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করা এ সাবেক ব্যাটসম্যান। দলের অন্যতম নির্ভরযোগ্য মিডলঅর্ডার হিসেবে দীর্ঘদিন খেলেছেন তিনি। সবমিলিয়ে ১১৯ টেস্ট খেলেন। আর দলকে ২০০১ থেকে ২০০৭ পর্যন্ত নেতৃত্বও দিয়েছেন। টেস্টে ৫০.১৬ গড়ে ৮৮২৯ রান করেছেন এ সাবেক ব্যাটসম্যান। এর মধ্যে ছিল ২৫টি সেঞ্চুরি। ১৯৯১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর দলের হয়ে একমাত্র বিশ্বকাপ জয়ের অন্যতম সদস্য ছিলেন তিনি ১৯৯২ সালে। সবমিলিয়ে ৩৭৮ ওয়ানডে খেলে ৩৯.৫ গড়ে ১১৭৩৯ রান করেছেন তিনি। ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক রান করার দিক থেকে বিশ্বে তার এখন পর্যন্ত অবস্থান ছয় নম্বরে। ২০০৭ সালে অবসর নেয়ার পর ৪৯ বছর বয়সী এ ক্রিকেটার বেশ কিছুদিন আফগানিস্তান ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন। ২০১৬ সালে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাচক হয়েছেন তিনি। এবার এমসিসির আজীবন সদস্য পদ পেয়েছেন। তার আগে পাকিস্তান দলের হয়ে এ সদস্য পদ পেয়েছিলেন ইমরান খান, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস ও শহীদ আফ্রিদি। অপরদিকে দক্ষিণ আফ্রিকার সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান বাউচার প্রথম ক্রিকেটার হিসেবে ৫০০’র বেশি ক্যাচ নেয়ার রেকর্ড গড়েন টেস্ট ক্রিকেটে। ১৯৯৭ সালে অভিষেক হওয়ার পর থেকে বাউচার ১৪৬ টেস্ট ম্যাচ খেলেছেন এবং ৫৪৯৮ রান করেছেন। সবমিলিয়ে টেস্ট ক্যারিয়ার শেষ করেছেন ৫৩০ ক্যাচ ও ২৩ স্টাম্পিং নিয়ে। ৪২ বছর বয়সী এ সাবেক তারকা ২৯০ ওয়ানডেও খেলেছেন। ৪৫২৩ রান করার পাশাপাশি ৩৯৫ ক্যাচ ধরেছেন এবং ২১ স্টাম্পিংও করেছেন। উইকেটরক্ষক হিসেবে তিন ফরমেটের ক্রিকেট মিলিয়ে ৯৯৮টি ডিসমিসালের যে কীর্তি গড়েছেন তা এখন পর্যন্ত বিশ্বরেকর্ড হয়েই আছে। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টাইটান্সের কোচ হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন তিনি। বাউচারের আগে প্রোটিয়াদের পক্ষে এমসিসির আজীবন সদস্য হয়েছেন এলান ডোনাল্ড, শন পোলক, জন্টি রোডস ও ড্যারিল কালিনান।
×