ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জলঢাকায় আগুনে ১১ দোকান পুড়ে ছাই

প্রকাশিত: ১০:৪৯, ১৩ এপ্রিল ২০১৯

 জলঢাকায় আগুনে  ১১ দোকান  পুড়ে ছাই

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ অগ্নিকান্ডে জলঢাকা উপজেলা শহরের থানা মোড় মার্কেটের ১১টি দোকান পুড়ে ছাই হয়েছে। শুক্রবার ভোরে এই ঘটনায় প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই মার্কেটের লক্ষ্মী কান্ত রায়ের পান দোকান থেকে বিদ্যুতের শর্ট সার্কিট হতে আগুনের সূত্রপাত ঘটলে দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জলঢাকা দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনলে ওই মার্কেটের আরও ২৫টি ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা পায়। তবে এই আগুনে ব্যবসায়ী নুর আলম, আবেদ আলী, শিপন বাবু, ওবায়দুর আনোয়ার, মহুবার রহমান, আমিনুর রহমান, আব্দুস সাত্তার, লক্ষ্মী কান্ত রায়, দীনবন্ধু রায়, হৃদয় কুমার ও শাহিনের ১১টি দোকান ও মালামাল পুড়ে যায়। ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানের আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজাউদ্দৌলা। টঙ্গীতে অগ্নিকান্ড নিজস্ব সংবাদদাতা টঙ্গী থেকে জানান, শুক্রবার টঙ্গীর পশ্চিম আরিচপুরে ইয়ার বক্সের দোতলা বাড়িতে এক অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে বাড়ির কক্ষের ভেতরে থাকা আসবাবপত্র ও মালামাল পুড়ে যায়। টঙ্গী ফায়ার সার্ভিসের মুখপাত্র আতিকুর রহমান জানান, আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায় এবং আধঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তিনি জানান, সিগারেটের আগুন থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত।
×