ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উড়োজাহাজের টয়লেটে ১২ কোটি টাকার স্বর্ণ

প্রকাশিত: ১১:২০, ৯ এপ্রিল ২০১৯

উড়োজাহাজের টয়লেটে ১২ কোটি টাকার স্বর্ণ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে উড়োজাহাজের টয়লেট থেকে উদ্ধার হয়েছে ২শ’ স্বর্ণবার, যার বাজারমূল্য প্রায় ১২ কোটি টাকা। সোমবার সকালে মধ্যপ্রাচ্যের আবুধাবি থেকে বিমানের এ ফ্লাইটটি অবতরণ করেছিল। গোপন তথ্যের ভিত্তিতে কাস্টমস কর্মকর্তারা তল্লাশি চালিয়ে এগুলো উদ্ধার করে। কাস্টম সূত্রে জানা যায়, উদ্ধার করা ২শ’ স্বর্ণবারের ওজন ২৩ কেজি ৪শ’ গ্রাম। বিমানের বিজি-১১১ ফ্লাইট চট্টগ্রাম বিমানবন্দরে আসে ৬টা ৫ মিনিটে। এতে চোরাচালানের পণ্য রয়েছে এমন তথ্যের ভিত্তিতে আগে থেকেই কাস্টমস কর্মকর্তারা সজাগ ছিলেন। সকল যাত্রী এবং ক্রু নেমে যাওয়ার পর শুরু হয় বিমানে তল্লাশি। সামনের দিকে দুটি টয়লেটে পাওয়া যায় ১২ প্যাকেটে রাখা ২শ’ স্বর্ণবার। বিশেষ কৌশলে এগুলো লুকানো ছিল। সময় বুঝে বিমান থেকে এগুলো বাইরে পাচারের পরিকল্পনা ছিল বলে ধারণা করা হচ্ছে। আটক স্বর্ণগুলো জব্দ করা হয়েছে।
×