ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সড়কে ঝরল আরও সাত প্রাণ

প্রকাশিত: ১০:৩১, ৭ এপ্রিল ২০১৯

 সড়কে ঝরল  আরও  সাত প্রাণ

জনকণ্ঠ ডেস্ক ॥ পৃথক সড়ক দুর্ঘটনায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৫, পিরোজপুরের বলেশ্বরে এক ইজিবাইক আরোহী এবং বাগেরহাটে এক অবসরপ্রাপ্ত ওসি নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় ২৩ জন আহত হয়েছেন। খবর নিজস্ব সংবাদদাতা ও স্টাফ রিপোর্টারদের। গাইবান্ধা ॥ ঢাকা-রংপুর মহাসড়কে গোবিন্দগঞ্জ উপজেলার বালুয়া জুম্মার ঘর নামক স্থানে শুক্রবার রাত তিনটায় বরকত পরিবহনের একটি বাস রাস্তার পাশে উল্টে খাদে পড়ে ৫ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। আহতরা গোবিন্দগঞ্জ ও বগুড়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে বুড়িমারীগামী বরকত এন্টারপ্রাইজের একটি নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে ঘটনাস্থলেই ৫ জন নিহত এবং অপর ১৬ জন গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে। নিহতরা হলো- রংপুরের মিঠাপুকুর উপজেলার উত্তর তাজপুর গ্রামের মান্নান মিয়ার ছেলে রিয়াজ উদ্দীন (২০), টাঙ্গাইলের কালীহাতি উপজেলার বল্লা গ্রামের মৃত ভোলা নাথ সাহার ছেলে শ্রী বিকাস চন্দ্র সাহা (৪৮), টাঙ্গাইল সদরের বেতকা গ্রামের ভুবন সরকারের ছেলে সুনিল কুমার সরকার (৫০), লালমনিরহাটের হাতিবান্দা উপজেলার দোয়ানা গ্রামের সোবহান আলীর ছেলে বিদ্যুৎ মিয়া (৩২) ও একই জেলার পাটগ্রাম উপজেলার বোতার ছাতা গ্রামের মহসীন আলীর ছেলে মাহবুল ইসলাম (২২)। আহত যাত্রীরা জানান, বাসটি বেপরোয়া চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে। অপরদিকে গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম জানান, সম্ভবত ঘুমের কারণে নৈশকোচটি নিয়ন্ত্রণ হারায় এবং এর কারণেই দুর্ঘটনা ঘটতে পারে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে আহতদের চিকিৎসার খোঁজ খবর নেয়া হয় এবং নিহতদের পরিবারকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয়। পিরোজপুর ॥ শহর সংলগ্ন বলেশ্বর ব্রিজের পশ্চিম প্রান্তে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের একজন নিহত ও আরও ছয়জন এবং ইজিবাইক চালকসহ সাতজন গুরুতর আহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিস এবং সদর থানা পুলিশের সদস্যরা তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার রফিক শেখ (৪৫) নামে একজনকে মৃত ঘোষণা করেন। আহতরা হলেন- নিহত রফিক শেখের শিশু পুত্র রাবিক (৯), আবির (৭), স্ত্রী রুমা বেগম (২৫), শাশুড়ি সালেহা বেগম (৫০), শ্যালিকা সাবিনা (২২), সাবিনার এক বছরের শিশু পুত্র এবং ইজিবাইবচালক আসলাম গাজী। নিহত রফিক সদর উপজেলার পশ্চিম ডুমরিতলার বাসিন্দা এবং আসলাম গাজীর বাড়ি একই এলাকায়। আহতদের মধ্যে রাবিক, আবির, স্ত্রী রুমা বেগমের অবস্থা আশঙ্কাজনক। তাদের খুলনায় চিকিৎসার জন্য রেফার করা হয়েছে। জানা গেছে, রফিক শেখ তার পরিবারের সদস্যদের নিয়ে প্রতিবেশী আসলাম গাজীর ইজিবাইক যোগে বাগেরহাট খানজাহান আলী মাজার থেকে ফেরার পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ধানসিঁড়ি পরিবহন নামক যাত্রীবাহী বাস চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ইজিবাকইটি দুমড়ে মুচড়ে গেলেও ঘাতক বাসটি পালিয়ে যেতে সক্ষম হয়। স্থানীয় মহিষপুরা পুলিশ ফাঁড়ির সদস্যরা ইজিবাইকটি আটক করেছে। বাগেরহাট ॥ সড়ক দুর্ঘটনায় কেরামত আলী নামে এক অবসরপ্রাপ্ত ওসি নিহত হয়েছেন। ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের ভট্টেখামার এলাকায় শুক্রবার সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের ভট্টেখামার গ্রামের বাসিন্দা ইউপি সদস্য হারুনার রশিদের পিতা আলহাজ কেরামত আলী নাতিকে উপহার দেয়ার জন্য ফকিরহাট বাজার থেকে একটি বাইসাইকেল ক্রয় করে নিয়ে যাওয়ার সময় ঢাকা মাওয়া মহাসড়কের সাধুর সাধের বটতলা দিয়ে বৈলতলী এলাকায় পেছন থেকে একটি মুরগি ভর্তি পিকাপ তাকে ধাক্কা দিলে তিনি গুরুত্বর আহত হন। পরে খুমেক হাসপাতালে রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
×