ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কপোতাক্ষ জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্প থমকে গেছে

প্রকাশিত: ০৯:০৭, ৫ এপ্রিল ২০১৯

কপোতাক্ষ জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্প থমকে গেছে

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্পে পাখিমারা টিআরএম বিলের উজানমুখে শুষ্ক মৌসুমে ক্রসড্যাম নির্মাণের কথা থাকলেও এখনও তা শেষ হয়নি। ২৫ ফেব্রুয়ারির মধ্যে এই ক্রসড্যাম নির্মাণ শেষ করে ২৫ জুন বর্ষা মৌসুমে এই বাঁধ পুনরায় অপসারণের নির্দেশ থাকলেও এই বাঁধ এখনও অর্ধ সমাপ্ত রয়েছে। এদিকে ক্রস বাঁধ না দেয়ায় জোয়ারে পলি ঢুকে নদীর উপরাংশ ফের ভরাট হয়ে পড়ছে। পলিবাহিত পানি টিআরএম প্রকল্পের বিলে না ঢুকে নদীর উজানে যাওয়ায় পলিভরাটের কারণে আসন্ন বর্ষা মৌসুমে অববাহিকার প্রায় ২০ লাখ মানুষ ফের ভয়াবহ জলাবদ্ধতার আশঙ্কা করছে। ইতোমধ্যে শুষ্ক মৌসুমের শুরুতে ডিসেম্বর-জানুয়ারি মাসে ক্লোজার নির্মাণের পরিকল্পনা থাকলেও তা তিন মাস পরও নির্মাণ না হওয়ার কারণ তদন্ত করার জন্য উর্ধতন কর্তৃপক্ষের কাছে এলাকাবাসী দাবি জানিয়েছেন। বাস্তবতায় ৬৪ লাখ টাকার এই ক্রসড্যাম নির্মাণ ও অপসারণের কাজের অগ্রগতি চলছে কাগজে-কলমে। পাউবো সূত্র জানায়, ক্রসড্যাম নির্মাণ কাজটি ‘অনুন্নয়ন রাজস্ব খাতের আওতায় পাখিমারা টিআরএম বিলের লিঙ্ক ক্যানেলের উজানে কপোতাক্ষ নদীতে অস্থায়ীভাবে ক্লোজার নির্মাণ ও অপসারণ কাজ’ নামে ২০১৮-২০১৯ অর্থবছরে প্যাকেজ নং ই-টেন্ডার জেএনডিআর ও কার্যাদেশ হয়। ৩৭৭/১, দক্ষিণ গোড়ান, সবুজবাগ, ঢাকা-১২১৯ ঠিকানার মেসার্স মাইশা ট্রেডার্স ৬৪ লাখ ২৬ হাজার ৬২ টাকার কাজটি পায়। কার্যাদেশ অনুযায়ী চলতি বছরের ১১ ফেব্রুয়ারি কাজ শুরু করে ২৫ ফেব্রুয়ারির মধ্যে ক্লোজার নির্মাণ শেষ করা এবং ২৫ জুন ১৩৫ দিনের মধ্যে অপসারণসহ কাজ সমাপ্তির নির্দেশনা দেয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে ক্রসড্যাম নির্মাণ না হওয়ায় পলি মৌসুমের উজান অংশে নদীর তলদেশে প্রচুর পলি পড়ে ভরাট হওয়ায় সরকারের এ প্রকল্পটি ভেস্তে যেতে বসেছে। টিআরএম এলাকার আরশাদ আলী রাশেদুল মোড়ল, রাহাদুল মোড়ল, হাবিবুর গাজীসহ কয়েকজন জানান, বাঁধ এখন আর বাঁধার প্রয়োজন নেই।
×