ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

২৫৮ কোটি টাকা আত্মসাত

অগ্রণী ব্যাংকের কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ১২:০৮, ৪ এপ্রিল ২০১৯

অগ্রণী ব্যাংকের কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ঋণ জালিয়াতির মাধ্যমে ২৫৮ কোটি ৫৬ লাখ ১৬ হাজার ৩৭৩ টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সিএমপির ডবলমুরিং থানায় বুধবার মামলাটি দায়ের করেন দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. নেয়ামুল আহসান। ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) জহির হোসেন জানান, মামলায় যাদের আসামি করা হয়েছে তারা হলেন মারিন ভেজিটেবল অয়েলের চেয়ারম্যান টিপু সুলতান, ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ, অগ্রণী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার শ্রীপদ চাকমা, সাবেক সিনিয়র অফিসার রমিজ উদ্দিন ও সাবেক মহাব্যবস্থাপক বেলায়েত হোসেন। মামলায় পারস্পরিক যোগসাজশে ঋণ জালিয়াতি করে ২৫৮ কোটি ৫৬ লাখ ১৬ হাজার ৩৭৩ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।
×