ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রতি মাসে দেয়া হচ্ছে অর্থ সহায়তাও

খাশোগির সন্তানদের ৪০ লাখ ডলারের বাড়ি দিয়েছে সৌদি

প্রকাশিত: ১১:২৯, ৩ এপ্রিল ২০১৯

খাশোগির সন্তানদের ৪০ লাখ ডলারের বাড়ি দিয়েছে সৌদি

তুরস্কের ইস্তানবুলে সৌদি দূতাবাসে নিহত সাংবাদিক জামাল খাশোগির সন্তানদের আর্থিক সহায়তা দিয়েছে সৌদি আরব। সাংবাদিক জামাল খাশোগির চার সন্তানকে দামী বাড়িও দেয়া হয়েছে। তারা যাতে জনসমক্ষে এ হত্যাকা- সম্পর্কে খুব বেশি সোচ্চার না থাকেন সেজন্যই এই প্রণোদনা দেয়া হয়। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, হত্যাকা-ের শিকার সাংবাদিক জামাল খাশোগির চার সন্তানকে প্রায় ৪০ লাখ ডলার মূল্যের বাড়ি দেয়া হয়েছে। এছাড়া প্রতি মাসে তাদের হাজার হাজার ডলার দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। ওয়াশিংটন পোস্টের প্রদায়ক এবং সৌদি সরকারের কঠোর সমালোচক সাংবাদিক জামাল খাশোগিকে ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে গতবছরের অক্টোবরে হত্যা করা হয়। রিয়াদের পাঠানো ১৫ সদস্যের একটি দল তাকে হত্যার পর লাশ গায়েব করে ফেলে। ওয়াশিংটন পোস্ট জানায়, ‘সৌদি কর্তৃপক্ষ জামাল খাশোগির দুই ছেলে ও দুই মেয়েকে অর্থ দিয়েছে। দীর্ঘদিন তারা যাতে জনসমক্ষে হত্যাকা- সম্পর্কে কথা না বলেন, এরই অংশ হিসেবে তার পরিবারের সদস্যদের সহায়তা করছে সৌদি আরব।’ প্রতিবেদনে উল্লেখ করা হয়, বন্দরনগরী জেদ্দায় জামাল খাশোগির সন্তানদের বাড়ি দেয়া হয়েছে, যার মূল্য প্রায় ৪০ লাখ ডলার। প্রতিবেদন থেকে আরও জানা যায়, খাশোগির বড় ছেলে সালাহ সৌদি আরব বসবাস করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে তার অন্য সন্তানরা যুক্তরাষ্ট্রে বসবাস করেন এবং তারা বাড়িগুলো বিক্রি করে দেবেন বলে ধারণা করা হচ্ছে। সম্পত্তি ছাড়াও তাদের প্রতি মাসে ১০ হাজার ডলার করে দেয়া হচ্ছে। তাদের প্রত্যেককে এককালীন প্রায় কোটি টাকা করে দেয়া হয়ে থাকতে পারে। সৌদি আরবের প্রভাবশালী যুবরাজ মোহাম্মদ বিন সালমান সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করিয়েছেন বলে অভিযোগ রয়েছে। তবে সৌদি আরব অস্বীকার করে আসছে যে, যুবরাজ এ হত্যাকাণ্ডে জড়িত নয়। খাশোগির কপালে আসলে কী ঘটেছে সেটা জানে না বলে প্রাথমিকভাবে জানায় সৌদি আরব। তবে কিছু দুর্বৃত্ত তার মৃত্যুর জন্য দায়ী বলে দোষারোপ করে দেশটি। খাশোগির হত্যার ঘটনায় দেশটির সরকারী কৌঁসুলীরা ১১ জনের বিরুদ্ধে অভিযোগ এনেছেন।-গার্ডিয়ান
×