ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

১৫ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহার চায় সিরামিক এ্যাসোসিয়েশন

প্রকাশিত: ০৯:৫৫, ১ এপ্রিল ২০১৯

 ১৫ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহার চায় সিরামিক এ্যাসোসিয়েশন

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশীয় শিল্পকে এগিয়ে নিতে আগামী ২০১৯-২০ অর্থবছরের জাতীয় বাজেটে ১৫ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচার্স এ্যান্ড এক্সপোর্টার্স এ্যাসোসিয়েশন (বিসিএমইএ)। রবিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়ার সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় এ দাবি জানায় সংগঠনটি। রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এনবিআর চেয়ারম্যান বলেন, যেহেতু সিরামিক বাংলাদেশ থেকে রফতানি হচ্ছে। তাই দেশীয় শিল্পকে এগিয়ে নিতে আমরা বেশ কিছু সুযোগ-সুবিধা দিয়ে আসছি। আপনারা ১৩টি প্রস্তাব দিয়েছেন সবগুলো সম্ভব নয়। তবে, আমরা কালিসহ শুধু সিরামিকস সেক্টরের কাঁচামাল আমদানিতে সুবিধার বিষয়টি বিবেচনা করব। তিনি বলেন, দেশী টাইলস যাতে বাজার পায় সে জন্য বিদেশী টাইলসের ক্ষেত্রে এটা পার্থক্য রাখার চেষ্টা করব। যাতে দেশীয় শিল্পের প্রসার ঘটে। এক্ষেত্রে বিদেশী টাইলসের দাম কিছুটা বাড়ায় সম্ভাবনা রয়েছে। চেয়ারম্যান বলেন, প্রতিবছর বাজেট বাড়ছে। সেক্ষেত্রে রেভিনিউ বাড়ছে। সবাই খেয়াল রাখবেন দেশের রেভিনিউ যাতে বেশি হয়। আপনারা যারা রেভিনিউ দেন বা আমরা যারা আহরণ করি সবাইকে সচেষ্ট থাকতে হবে। আলোচনা সভায় সংগঠনের সভাপতি সিরাজুল ইসলাম মোল্লা দেশীয় সিরামিক শিল্পখাতের সুরক্ষায় কাঁচামাল ও উপকরণের ওপর থেকে আমদানি শুল্ক হ্রাস, আন্ডার ইনভয়েসিংজনিত কারণে শুল্ক ফাঁকিরোধে ট্যারিফ মূল্য বৃদ্ধি, বিদেশ থেকে তৈরি সিরামিক পণ্যের আমদানিতে সম্পূরক শুল্ক বাড়ানো, দেশীয় টাইলস উৎপাদনে আরোপিত ১৫ শতাংশ সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার এবং ভ্যাট আইনে নির্দেশনা সংক্রান্ত কতিপয় প্রস্তাব সংশোধনের দাবি জানান।
×