ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

নির্ধারিত সময়ে শেষ হয়নি হাওড় রক্ষা বাঁধ নির্মাণ ॥ উদ্বিগ্ন কৃষক

প্রকাশিত: ০৯:১১, ৩০ মার্চ ২০১৯

 নির্ধারিত সময়ে শেষ হয়নি হাওড় রক্ষা বাঁধ নির্মাণ ॥  উদ্বিগ্ন কৃষক

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ, ২৯ মার্চ ॥ ‘নির্ধারিত সময়ের একমাস পেরিয়ে গেলেও এখনও শেষ হয়নি সুনামগঞ্জ হাওড়ে ফসল রক্ষা বাঁধের কাজ। অনেক হাওড়ে ফসল এখনও অরক্ষিত ফলে ফসল নিয়ে উদ্বিগ্ন কৃষক’ গত তিনদিন সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনার বিভিন্ন হাওড় পরিদর্শন শেষে হাওড় নিয়ে কাজ করা দেশের ৩৫টি সংগঠনের জোট হাওড় এডভোকেসি প্লাটফর্ম (হ্যাপ) সংবাদ সম্মেলন করে এসব কথা জানান। শুক্রবার দুপুরে সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে হাওড় এডভোকেসি প্লাটফর্ম (হ্যাপ) উদ্যোগে সংবাদ সম্মেলন করে সংগঠনটি। এসময় হাওড় আন্দোলনের নেতাকর্মী ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য রাখেন ৩৫টি সংগঠনের জোট হাওড় এডভোকেসি প্লাটফর্ম (হ্যাপ) এর যুগ্ম আহ্বায়ক শরিফুজ্জামান শরিফ, হাওড় বাসী রক্ষায় নাগরিক উদ্যোগের আহ্বায়ক নির্মল ভট্টাচার্য্য, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক ও প্রকাশক পঙ্কজ দে, হাওড় বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের সাংগঠনিক সম্পাদক এমরানুল হক চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনের শুরুতেই হাওড় বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের সদর উপজেলার যুগ্ম আহ্বায়ক আজাদ হত্যাকান্ডের ঘটনায় নিন্দা জানানো হয় এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এ সময় বক্তারা বলেন বাঁধের কাজের মেয়াদের একমাস পেরিয়ে গেলেও বিভিন্ন হাওড়ে এখনও শেষ হয়নি বাঁধের কাজ। এখন ভারি বৃষ্টি হলেও এসব বাঁধ তলিয়ে যেতে পারে।
×