ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহী ও চট্টগ্রামে শীঘ্রই ডেন্টাল কলেজ হচ্ছে

প্রকাশিত: ১১:৫২, ২২ মার্চ ২০১৯

রাজশাহী ও চট্টগ্রামে শীঘ্রই ডেন্টাল কলেজ হচ্ছে

স্টাফ রিপোর্টার ॥ রাজশাহী মেডিক্যাল কলেজ ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ডেন্টাল ইউনিটকে শীঘ্রই পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজে রূপান্তরিত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, এমপি। তিনি বলেন, মুখ গহ্বরের অসুস্থতা শুধু সেখানেই সীমাবদ্ধ থাকে না, সার্বিক স্বাস্থ্যের জন্যই তা হতে পারে মারাত্মক হুমকির কারণ। বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে উপলক্ষে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব ও ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ হুমায়ুন কবীর বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডাঃ মোঃ হাবিবে মিল্লাত, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডাঃ এম ইকবাল আর্সলান, সংগঠনটির সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ আবুল কাশেম প্রমুখ। দিনব্যাপী সম্মেলনে সারাদেশ থেকে আগত তিন হাজারের অধিক ডেন্টাল সার্জন, চিকিৎসক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে দেশে মাত্র একটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ছিল। সেখানে গত পাঁচ বছরেই আরও তিনটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয় নির্মাণের অনুমোদন দিয়েছে বর্তমান সরকার। দেশের চতুর্থ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হিসেবে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়। আমাদের আরও পরিকল্পনা রয়েছে। সে অনুসারেই আমরা ডেন্টাল কলেজ স্থাপন করতে যাচ্ছি। এছাড়া প্রত্যেকটি বিভাগে ক্যান্সার ও কিডনি হাসপাতাল হবে। প্রথমে একটি ডেন্টাল ইনস্টিটিউট ও পরে একটি ডেন্টাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং ডেন্টাল প্রফেশনের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন মন্ত্রী।
×