ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাহালমের বিরুদ্ধে ২৬ মামলার নথি তলব করেছে হাইকোর্ট

প্রকাশিত: ১০:৫৭, ৭ মার্চ ২০১৯

জাহালমের বিরুদ্ধে ২৬ মামলার নথি তলব করেছে হাইকোর্ট

স্টাফ রিপোর্টার ॥ সোনালী ব্যাংকের সাড়ে ১৮ কোটি টাকা ঋণ জালিয়াতি সংক্রান্ত ৩৩টি মামলার শুনানিতে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর তদন্ত কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছে হাইকোর্ট। এ সময় আদালত বলে, ইঁদুর ধরতে পারে না, বিড়াল থাকার দরকার নেই। একই সঙ্গে ভুল আসামি জাহালমের বিরুদ্ধে দাখিল করা ২৬ মামলার যাবতীয় নথি তলব করেছে হাইকোর্ট। আগামী ১০ এপ্রিল দুর্নীতি দমন কমিশনকে (দুদক) এসব নথি হাজিরের নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ বুধবার এ আদেশ দেয়। আদালতে দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মোঃ খুরশীদ আলম খান। আর ভুক্তভোগী জাহালমের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী অমিত দাস গুপ্ত।
×