ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে যুবলীগ নেতার সন্ধান দাবি

প্রকাশিত: ১১:০২, ৫ মার্চ ২০১৯

বাগেরহাটে যুবলীগ নেতার সন্ধান দাবি

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ ফকিরহাট উপজেলার মানসা-বাহিরদিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেলের সন্ধান পেতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সোমবার দুপুরে মানসা বাহিরদিয়া বাজারে মানববন্ধনে আওয়ামী লীগ, যুবলীগ, নিখোঁজের পরিবারসহ সহস্রাধিক এলাকাবাসী অংশ নেয়। এ সময় বক্তব্য দেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহফুজুর রহমান বাবু, সাধারণ সম্পাদক কাজী স্বপন, ইমরান বিন লুৎফর, নিখোঁজের পিতা মুনসুর শেখ ও স্ত্রী শারমিন বেগম। বক্তারা বলেন, ২২ ফেব্রুয়ারি সন্ধ্যার পর বাড়িতে ফিরে না আসায় এবং তার মোবাইল ফোনটি বন্ধ থাকায় অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে পরের দিন রূপসা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। এরপর থেকে আজও সোহেলের কোন সন্ধ্যান পাওয়া যায়নি। সোহেল ট্রাক চালিয়ে জীবনযাপন করত। দুই সন্তান ও তার পরিবার এখন মানবেতর জীবনযাপন করছে। আমরা সোহেলের সন্ধান চাই। মানববন্ধনে দাঁড়িয়ে ছেলের সন্ধান পেতে অঝোরে কাঁদছিলেন সোহেলের পিতা মুনসুর শেখ। সোহেলের স্ত্রী শারমিন বেগম বলেন, প্রতিদিনের মতো ২২ ফেব্রুয়ারি সকালে সে ট্রাক চালাতে যায়। তারপর সন্ধ্যার সময় বাড়িতে এসে খাওয়াদাওয়া শেষে আবার চলে যায় ট্রাক নিয়ে। এরপর আর তাকে ফোনে পাওয়া যায়নি। এক পর্যায়ে পার্শ্ববর্তী রূপসা উপজেলার গোয়ালবাথান গ্রামের নুরুল ইসলামের বাড়ির সামনে পাকা রাস্তায় ট্রাকটি পাওয়া যায়। কিন্তু কোথাও তাকে খুঁজে না পাওয়ায় ২৪ ফেব্রুয়ারি আমরা রূপসা থানায় একটি সাধারণ ডায়েরি করি। কিন্তু আজ অবধি তার কোন খোঁজ আমরা পাইনি। শিবগঞ্জ বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমাস্তে রবিবার গভীর রাতে বিএসএফের গুলিতে মোঃ টিপু (২০) নামে এক বাংলাদেশী গরু রাখাল নিহত হয়েছে। নিহত টিপু শিবগঞ্জ উপজেলার পশ্চিম চর পাকার বিশ রশিয়া গ্রামের ফড়িং বিশ্বাসের ছেলে। জানা গেছে, রবিবার সন্ধ্যা ছয়টার দিকে টিপুসহ কয়েক বাংলাদেশী রাখাল গরু আনার জন্য ওয়াহেদপুর সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে যায়। রাত ১২টার দিকে ওয়াহেদপুর সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে টিপু ঘটনাস্থলেই মারা যায়।
×