ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

ভারতে প্রথম ধর্ম-বর্ণহীন নারীর স্বীকৃতি পেলেন স্নেহা

প্রকাশিত: ০১:০৩, ২৬ ফেব্রুয়ারি ২০১৯

ভারতে প্রথম ধর্ম-বর্ণহীন নারীর স্বীকৃতি পেলেন স্নেহা

অনলাইন ডেস্ক ॥ ভারতে প্রথমবারের মতো ধর্ম-বর্ণহীন হিসেবে এক নারীকে স্বীকৃতি দেওয়া হয়েছে। সম্প্রতি এম এ স্নেহা নামের এক নারীকে এই স্বীকৃতি দিয়েছে তামিলনাড়ুর সরকার। এর মাধ্যমে স্নেহা নিজের বিশ্বাসের আইনি বৈধতা পেয়েছেন। সম্প্রতি তামিলনাড়ু সরকার স্নেহার নামে একটি আনুষ্ঠানিক সনদ পাঠিয়েছে। যেখানে তাকে বর্ণ ও ধর্মহীন নারী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ভারতে তিনিই প্রথম এ ধরনের সনদ পেলেন বলে জানিয়েছে এনডিটিভি। স্নেহা বলেছিলেন, তিনি নিজেকে কেবল ভারতীয় নাগরিক মানেন। কোনো নির্দিষ্ট ধর্ম বা বর্ণের মানুষ নন।৩৫ বছর বয়সী স্নেহা তিরুপাথুরের আইনজীবী। তার নামের সঙ্গে কোনো বর্ণ পরিচয় নেই। এমনকি তার জন্মসনদ বা স্কুলের সনদেও বর্ণ ও ধর্ম পরিচয় লেখার ঘর ফাঁকা।-এনডিটিভি
×