ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাবেক মেয়র আনিসুলের অসমাপ্ত কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতি

প্রকাশিত: ১১:৫৬, ১৬ ফেব্রুয়ারি ২০১৯

 সাবেক মেয়র আনিসুলের অসমাপ্ত কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতি

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আনিসুল হকের অসমাপ্ত সকল কাজ সফলতার সঙ্গে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেন সংস্থাটির উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুর রহিম। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তার নির্বাচনী ইশতেহার ঘোষণাকালে এই প্রতিশ্রুতি দেন। ইশতেহারে ১০টি বিষয় নাগরিকদের কাছে তুলে ধরেন তিনি। ইশতেহারে আব্দুর রহিম বলেন, আমি যেহেতু আনিসুল হক (সাবেক মেয়র) ভাইয়ের টেবিল ঘড়ি মার্কা নিয়েই জনতার কাছে এসেছি, তাই আমি তার অসমাপ্ত কাজ সফলতার সঙ্গে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিচ্ছি। তিনি বলেন, আমার এলাকায় কোন বস্তি উচ্ছেদ হবে না। আমি বস্তির স্থানেই বস্তিবাসীদের জন্য পরিকল্পিতভাবে স্থায়ী বহুতল ভবন নির্মাণ করব। ভাষানটেক পুনর্বাসন প্রকল্পটি তারই দৃষ্টান্ত। আমি ইতোমধ্যে যা করে দেখিয়েছি। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করার জন্য আমাদের পারিবারিক যে সমস্যাগুলো সাধারণত হয়ে থাকে কিংবা আইনী যে ঝামেলার কারণে মানুষের মধ্যে বিরোধ তৈরি হয়, বিরোধ সৃষ্টি হওয়ার আগেই তা আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করে দেয়ার উদ্যোগ নেব। কোটা আন্দোলন, ভোটাধিকার আন্দোলন, নিরাপদ খাদ্য আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলনের মতো সব আন্দোলনে আমার সমর্থন ছিল ও থাকবে।
×