ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সুনামগঞ্জের রাজাকার আব্দুর রশীদকে জেলে পাঠানোর নির্দেশ

প্রকাশিত: ১১:০৭, ৩০ জানুয়ারি ২০১৯

সুনামগঞ্জের রাজাকার আব্দুর রশীদকে জেলে পাঠানোর নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারকৃত সুনামগঞ্জের রাজাকার আব্দুর রশীদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। একই সঙ্গে এ মামলার অগ্রগতি প্রতিবেদন দেয়ার জন্য ২০ মার্চ পরবর্তী দিন নির্ধারণ করা হয়েছে। এর আগে গত বছরের ১৯ ডিসেম্বর সাললা ও দিরাই থানার মোঃ মুকিত মনিরসহ ১১ রাজাকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জরি করা হয়। গ্রেফতারি পরোয়ানা জরির পর পরই পুলিশ ৫ জনকে গ্রেফতার করে। এর পর আব্দুর রশীদকে গ্রেফতার করে মঙ্গলবার ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি শেষে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোঃ শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন। ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষে ছিলেন প্রসিকিউটর রিজিয়া সুলতানা চমন।
×