ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ওজন ও পরিমাপে কারচুপি, সাত প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৯:৩৭, ২৯ জানুয়ারি ২০১৯

ওজন ও পরিমাপে কারচুপি, সাত প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে ৭ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। সোমবার রাজধানীর মধ্য বাড্ডা, উত্তর বাড্ডা, নর্দ্দা বাজার ও বারিধারা এলাকায় বিএসটিআই’র সার্ভিল্যান্স টিমের মাধ্যমে ‘ওজন ও পরিমাপ মানদ- আইন-২০১৮’ লঙ্ঘন করায় এ মামলা দায়ের করা হয়। অভিযুক্ত ৭ প্রতিষ্ঠানের মধ্যে মধ্যবাড্ডা এলাকার বেপারী টাওয়ারে অবস্থিত মেসার্স ঢাকা জুয়েলার্স ও মেসার্স নিউ সিঙ্গাপুর জুয়েলার্সের পরিমাপক যন্ত্রের ভেরিফিকেশন সার্টিফিকেট না থাকায় এবং ক্যাশ মেমোতে ভরি/আনা লেখা থাকায়, মেসার্স ফিউচার ট্রেডার্স এ্যান্ড ফেব্রিক্স’র ক্যাশ মেমোতে ইঞ্চি উল্লেখ করায় এ মামলা করা হয়। -বিজ্ঞপ্তি
×