ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কক্সবাজার থেকে ট্রেন যাবে মিয়ানমার হয়ে চীন ও থাইল্যান্ড ॥ রেলমন্ত্রী

প্রকাশিত: ১০:০৯, ২৮ জানুয়ারি ২০১৯

 কক্সবাজার থেকে ট্রেন  যাবে মিয়ানমার  হয়ে চীন ও  থাইল্যান্ড ॥  রেলমন্ত্রী

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেল যোগাযোগ চালুর পরই তা ট্রান্সএশিয়ান রেল লাইনের সঙ্গে যুক্ত হবে। যা আগামীতে চীন, মালয়েশিয়া ও থাইল্যান্ডের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রামের দোহাজারী-কক্সবাজার ও রামু থেকে ঘুমধুম পর্যন্ত ডুয়েল গেজ রেল লাইন স্থাপনের মাধ্যমে এ ধরনের উন্নয়ন কাজ বাস্তবায়িত হবে। এসব কথা সাংবাদিকদের জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন । ১১তম জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নতুন মন্ত্রিসভা গঠন করেন। রেল মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে মন্ত্রী এই প্রথম চট্টগ্রাম সফরে আসেন। রবিবার দুপুরে রেলের পূর্বাঞ্চলের সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিংয়ের জেনারেল ম্যানেজারের কনফারেন্স কক্ষে আয়োজিত রেল কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন রেলমন্ত্রী । এরপর রেলওয়ে অফিসার্স রেস্ট হাউসে দুপুরে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেন বাংলাদেশ রেলওয়ে স্পেয়ার এ্যান্ড এক্সেসরিস সাপ্লাইয়ার্স এ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস হুদা চৌধুরী ও পরিচালকবৃন্দ। বিকেলে পলোগ্রাউন্ডের রেলওয়ে স্টেডিয়ামে রেলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন।
×