ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রাণনাশের হুমকি

দেশে ফিরছেন না ব্রাজিলের সমকামী আইনপ্রণেতা

প্রকাশিত: ০৩:৪৯, ২৬ জানুয়ারি ২০১৯

  দেশে ফিরছেন না  ব্রাজিলের সমকামী  আইনপ্রণেতা

প্রাণে মেরে ফেলা হবে ধারাবাহিকভাবে এমন হুমকি পাওয়ার পর পার্লামেন্ট থেকে পদত্যাগ এবং দেশ ছাড়ার পরিকল্পনার কথা জানিয়েছেন ব্রাজিলের সমকামী পার্লামেন্ট সদস্য জেন ওয়াইলিস। ব্রাসিলিয়া থেকে নির্বাচিত সোশালিজম এ্যান্ড লিবার্টি পার্টির (পিএসওএল) এ সদস্যই ব্রাজিলের প্রথম পার্লামেন্টারিয়ান যিনি প্রকাশ্যে নিজের সমকামিতার কথা বলেছিলেন। দলের শীর্ষ নেতাদের কাছে পাঠানো এক চিঠিতে ওয়াইলিস তার দেশত্যাগের ভাবনার কথা জানিয়েছেন। খবর ইয়াহু নিউজ। এ পার্লামেন্ট সদস্য জানান, মেরে ফেলার হুমকি তার জীবনকে বিষিয়ে তুলেছে। নিরাপত্তার কথা ভেবে তিনি রিও ডি জেনিরোর বাড়ি থেকে বের হওয়ার কথাও ভাবতে পারতেন না। দুর্বৃত্তরা তার মা ও ভাইবোনদেরও হুমকি দিয়েছে, বলেছেন তিনি। ওয়াইলিস সম্প্রতি ব্রাসিলিয়ার ওই আসনেই পুনর্নির্বাচিত হয়েছিলেন। পিএসওএল জানিয়েছে, ওয়াইলিসের ছেড়ে দেয়া আসনটিতে তারা আরেক সমকামী রিওর কাউন্সিলর ডেভিড মিরান্ডাকে মনোনয়ন দেয়ার কথা ভাবছে। মিরান্ডা পুলিৎজারজয়ী মার্কিন সাংবাদিক গ্লেন গ্রিনওয়ার্ল্ডের জীবনসঙ্গী। ব্রাজিলের প্রেসিডেন্টের দফতর তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোন মন্তব্য করেনি। ব্রাজিলীয় সংবাদপত্র ফোলহা দে সাও পাওলোকে দেয়া এক সাক্ষাতকারে ওয়াইলিস বলেছেন, গত বছর পিএসওএলের নেতা ও রিওর কাউন্সিলওম্যান মেরিয়েলে ফ্রাঙ্কোকে মেরে ফেলার পর থেকেই তিনি দেহরক্ষীদের নিয়ে ঘুরছেন। এ পরিস্থিতি তাকে ক্লান্ত করে তুলেছে। নিরাপত্তাহীনতার জন্য ব্রাজিলের বর্তমান ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বোলসোনেরোর দিকেও আঙ্গুল তুলেছেন তিনি।
×