ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

থাইল্যান্ডে সাধারণ নির্বাচন ২৪ মার্চ, অবসানের পথে সামরিক শাসন

প্রকাশিত: ০৬:২৪, ২৫ জানুয়ারি ২০১৯

থাইল্যান্ডে সাধারণ  নির্বাচন ২৪ মার্চ, অবসানের পথে সামরিক শাসন

থাইল্যান্ডের বহু প্রতীক্ষিত সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে ২৪ মার্চ এবং নতুন সরকার এ বছরের মাঝামাঝিতে দায়িত্ব নেবে বলে প্রত্যাশা করা হচ্ছে। স্ট্রেইট টাইমস। রাজকীয় ডিক্রিতে নির্বাচন অনুষ্ঠান সংক্রান্ত একটি ঘোষণা আসার কয়েক ঘণ্টা পর থাইল্যান্ডের নির্বাচন কমিশন বুধবার সংবাদটি নিশ্চিত করে। আসন্ন নির্বাচনের মধ্য দিয়ে দেশটিতে সামরিক শাসনের অবসান হবে। ২০১৪ সালে তদানীন্তন সেনাপ্রধান প্রায়ুত চান ওচায়ের নেতৃত্বে এক সামরিক অভ্যুত্থানে ফিউ থাই পার্টি-নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতাচ্যুত করা হয় এবং প্রায়ুত বর্তমান সামরিক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণ করেন। ২০১৭ সালে একটি নতুন শাসনতন্ত্র প্রণয়ন করা হয়। এ শাসনতন্ত্র অনুযায়ী অন্তবর্তী প্রধানমন্ত্রী নতুন আইন পরিষদে পর্যাপ্ত সমর্থন পেলে এবং এমন কি তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করলেও পুনরায় ক্ষমতায় আসবেন।
×