ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অভয়নগরে ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার দাবি

প্রকাশিত: ০৬:৫৬, ২৩ জানুয়ারি ২০১৯

অভয়নগরে ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার দাবি

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ভিজিএফর চাল আত্মসাতের অভিযোগে যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল আক্তারকে গ্রেফতার দাবিতে এলাকাবাসী মানববন্ধন ও সমাবেশ করেছে। মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকাবাসী ও ভিজিডি কার্ডধারীরা অংশ নেয়। ভাটপাড়া বাজার কমিটির সভাপতি আতিয়ার রহমান মোল্যার সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন বাঘুটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সোলায়মান হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মল্লিক শওকত হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম, আওয়ামী লীগ নেতা আকরামুজ্জামান কুদ্দুস প্রমুখ। জানা গেছে, অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান বাবুল আক্তার হতদরিদ্রদের ভিজিডি চাল উত্তোলনের পর বিতরণ না করে বিক্রি করে আত্মসাত করেন। ভুক্তভোগীরা চাল না পেয়ে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনা মজুমদারকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি বিষয়টি তদন্ত করে চাল আত্মসাতের প্রমাণ পেয়ে চেয়ারম্যান বাবুল আক্তারের নামে মামলা করেন। তদন্ত কর্মকর্তা রিনা মজুমদার বাদী হয়ে গত ১৬ জানুয়ারি অভয়নগর থানায় এ মামলা দায়ের করেন।
×