ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরা শহরে চলছে উচ্ছেদ অভিযান

প্রকাশিত: ০৬:৫৪, ২৩ জানুয়ারি ২০১৯

সাতক্ষীরা শহরে চলছে উচ্ছেদ অভিযান

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ যানজটমুক্ত নিরাপদ সড়ক ও ফুটপাথ দখলমুক্ত করতে সাতক্ষীরা শহরে অভিযান চলছে। এ জন্য গত এক সপ্তাহে শহর থেকে দেড় শতাধিক ব্যাটারি ও ইঞ্জিনচালিত ভ্যান ও লাইসেন্সবিহীন ইজিবাইক আটক করা হয়েছে। প্রতিদিন এই আটক অভিযান চলছে। পাশাপাশি ফুটপাথ দখল করে রাখা ছোট ছোট ব্যবসায়ীকে উচ্ছেদ করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইলকোর্ট পরিচালনা করে এই উচ্ছেদ অভিযান চলছে। এদিকে যানজটমুক্ত নিরাপদ সড়ক ব্যবহারের লক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সাতক্ষীরায় পদযাত্রা বের করা হয়। যানজটমুক্ত নিরাপদ সড়কের জন্য গত সপ্তাহ ধরে শহরে পুলিশী অভিযানে আটক করা হয়েছে ব্যাটারিচালিত ভ্যান। আটক ভ্যান, ইজিবাইক ও ইঞ্জিনচালিত যান রাখা হয়েছে পৌর কর্তৃপক্ষের জিম্মায় রাজ্জাক পার্কে। ইতোমধ্যে শহরের বিভিন্ন সড়কের ফুটপাথ দখল করে গড়ে ওঠা চা স্টলসহ দোকানের সামনে বাড়িয়ে দেয়া চালগুলো মোবাইল কোর্টের মাধ্যমে অপসারণ করা হলেও থানা সড়কে থানার প্রাচীরজুড়ে গড়ে ওঠা অর্ধশত দোকান সরিয়ে না নেয়ায় এই সড়কে যানজট লেগেই আছে। জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল জনকণ্ঠকে জানান, আটক যানবাহনগুলো শহরে আর ঢুকবে না এমন লিখিত মুচলেকা নিয়ে আটক যানবাহনগুলো অভিযান শেষে ছেড়ে দেয়া হবে। এদিকে এই অভিযান সচল রাখতে জনসচেতনতা বাড়াতে সাতক্ষীরা শহরে মঙ্গলবার সকাল ১০টায় খুলনা রোড মোড় থেকে একটি পদযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এসে শেষ হয়। জেলা প্রশাসক মোস্তাফ কামালের নেতৃত্বে উক্ত পদযাত্রায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাতক্ষীরাস্থ উপ-সচিব শাহ্ আবদুল সাদী, পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি, অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎ মিশ, সহকারী পুলিশ সুপার মোঃ হুমায়ুন কবির, ডাঃ আবুল কালাম বাবলা, জেলা শিক্ষা অফিসার এস এম আব্দুল্লাহ আল-মামুন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ প্রমুখ।
×