ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পদ গেল নোবেল জয়ীর

প্রকাশিত: ০৪:১০, ১৫ জানুয়ারি ২০১৯

পদ গেল নোবেল জয়ীর

বিভিন্ন ধরনের বর্ণ-বিদ্বেষী মন্তব্যের কারণে চ্যান্সেলর ইমেরিটাস ও অনারারি ট্রাস্টিসহ তিনটি সম্মানসূচক পদ হারিয়েছেন ৯০ বছর বয়সী নোবেল জয়ী বিজ্ঞানী জেমস ওয়াটসন। ১৯৬২ সালে নোবেল পুরস্কার জেতেন তিনি। বর্ণ-বিদ্বেষী বক্তব্যের জন্যই ২০০৭ সালে ‘কোল্ড স্প্রিং হার্বার ল্যাবরেটরি’র কাজ হারিয়েছিলেন ওয়াটসন। তার ছেলে জানিয়েছেন গত অক্টোবরে এক কার দুর্ঘটনায় তিনি বর্তমানে চিকিৎসাধীন আছেন –এনডিটিভি দ্বিতীয় ব্ল্যাক বক্স উদ্ধার ইন্দোনেশিয়ার লায়ন এয়ারের বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ব্ল্যাক বক্স ডুবুরীরা উদ্ধার করেছে। গত বছর বিমানটি বিধ্বস্ত হয়। এতে ওই বিমানে থাকা ১৮৯ জনের সকলেই প্রাণ হারায়। সোমবার ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ একথা জানায়। ইন্দোনেশিয়ার জাতীয় পরিবহন নিরাপত্তা কমিটির প্রধান হারিও সাতমিকো বলেন, ‘আমরা আজ (সোমবার) সকাল ৯টার দিকে ককপিট ভয়েস রেকর্ডার উদ্ধার করেছি’ –এএফপি
×