ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে সকালে পরিবহন ধর্মঘট ডেকে দুপুরে প্রত্যাহার

প্রকাশিত: ০৩:৪২, ১৪ জানুয়ারি ২০১৯

 চট্টগ্রামে সকালে পরিবহন ধর্মঘট ডেকে দুপুরে  প্রত্যাহার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সকালে সংবাদ সম্মেলন করে বৃহত্তর চট্টগ্রামে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট ডেকে কয়েক ঘণ্টার মধ্যে সে কর্মসূচী প্রত্যাহার করে নিয়েছেন শ্রমিক নেতারা। শ্রমিক নেতাকে মারধরের বিচার ও চাঁদা দাবির অভিযোগে আজ সোমবার ভোর ৬টা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় এ ধর্মঘট হওয়ার কথা ছিল। কিন্তু জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকের পর কর্মসূচী প্রত্যাহার করে নেয়া হয়। ভুল বুঝাবুঝির অবসান হওয়ায় শ্রমিকরা কর্মসূচী থেকে সরে এসেছে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। ফেডারেশনের চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি মোঃ মুসা সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম-৪ (সীতাকুন্ড) আসনের এমপি দিদারুল আলমের বিরুদ্ধে শ্রমিককে মারধর ও চাঁদা দাবির অভিযোগ আনেন। তিনি বলেন, গত ১০ জানুয়ারি রাতে এমপি দিদারুল আলম ফেডারেশনের চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক অলি আহমেদ ও জেলা হিউম্যান হলার মালিক সমিতির ৮ নম্বর রুটের নেতাদের বাসায় ডেকে নিয়ে যান। এ সময় তিনি ওই রুটের গাড়ি পরিচালনা ও সমিতির নিয়ন্ত্রণ তার ওপর ছেড়ে দিতে বলেন। কিন্তু শ্রমিক নেতা অলি আহমেদ শ্রমিকদের মতামত ছাড়া এ সিদ্ধান্ত দেয়া যাবে না বলে জানালে এমপি দিদার ক্ষিপ্ত হন এবং একপর্যায়ে হিউম্যান হলার মালিক সমিতির যুগ্ম সম্পাদক খোরশেদ আলমকে মারধর করেন। শুধু তাই নয়, ৮ নম্বর রুটে গাড়ি চলাচলের জন্য মাসিক ২ লাখ টাকা করে চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ আনেন নেতারা। সীতাকু-ের সংসদ সদস্য দিদারুল আলম শ্রমিকদের অভিযোগের বিষয়ে বলেন, যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত। তিনি জানান, শ্রমিক ফুল নিয়ে তার বাসায় গিয়েছিলেন এমপি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জানাতে। এ সময় আমি তাদের পরিবহনের ভাড়া কমাতে বললে তারা জানায়, রুটের ২৬৫টি গাড়ি থেকে প্রতিদিনই চাঁদা আদায় করা হয়। সে কারণে ভাড়া কমানো সম্ভব নয়। পরিবহন ধর্মঘটের এ কর্মসূচী আহ্বানের পর রবিবার দুপুরে নেতৃবৃন্দ বৈঠক করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ইলিয়াস হোসেনের সঙ্গে। সেখানে আলোচনায় ভুল বুঝাবুঝির অবসান হয়। জেলা প্রশাসক জানান, দু’পক্ষের মধ্যে মীমাংসা হয়ে গেছে। শ্রমিকরা কর্মসূচী প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। চট্টগ্রাম প্রেসক্লাবে আরেকটি সংবাদ সম্মেলন করে কর্মসূচী প্রত্যাখ্যান করে চট্টগ্রাম সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ।
×