ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

শিমুলিয়ায় ৬ ঘণ্টা ফেরি বন্ধ, পারাপারের অপেক্ষায় চার শ’ যানবাহন

প্রকাশিত: ০৪:৪০, ১৩ জানুয়ারি ২০১৯

শিমুলিয়ায় ৬ ঘণ্টা ফেরি বন্ধ, পারাপারের অপেক্ষায় চার শ’ যানবাহন

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌপথে ঘনকুয়াশায় ছয় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এতে উভয় ঘাটে দেখা দিয়েছে যানজট। আটকা পড়েছে চার শতাধিক যান। এর মধ্যে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার শিমুলিয়া ঘাটেই রয়েছে তিন শতাধিক যান। এর মধ্যে পণ্যবাহী ট্রাক, কাভার্টভ্যান ও ছোট যানবাহনের সংখ্যাই বেশি। বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের প্রান্তিক সহকারী মেহেদি হাসান জানান, শনিবার ভোর ৪টা থেকে সকাল ১০টা পর্যন্ত এ নৌ-রুটের পদ্মা অববাহিকায় কুয়াশার চাঁদরে ঢেকে য়ায়। দৃষ্টিহীন হয়ে পড়ে নৌপথ। অতি কাছের কিছুও দেখতে পাচ্ছিল না ফেরি মাস্টাররা। বাধ্য হয়ে কর্তৃপক্ষ ফেরি সার্ভিস বন্ধ করে দেয়। এ সময় কুয়াশার কারণে মাঝ পদ্মায় যানবাহনসহ আটকা পড়ে রোরো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, এনায়েতপুরী, ঠেলা ফেরি রাণীগঞ্জ, কে-টাইপ ফেরি কাকলী, কিশোরীসহ বেশকটি ফেরি। পরে সকাল ১০টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরিগুলো চলাচল স্বাভাবিক হয়। দীর্ঘ ৬ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় শিমুলিয়া ও কাঁঠালবাড়ি ঘাটে দেখা দেয় তীব্র যানজট। আর এতে করে পারাপারের অপেক্ষায় থাকে প্রায় ৪ শতাধিক যানবাহন। বিআইডব্লিইটিসির শিমুলিয়া ঘাটের ম্যানেজার (বাণিজ্য) আব্দুল আলিম জানান, বর্তমানে ১৬টি বিভিন্ন ধরনের ফেরি চলাচল করছে এ নৌ-রুটে।
×