ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাপানের উদ্দেশে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

অতীত টেনে এনে দ্বিপাক্ষিক সম্পর্ক ক্ষুণ্ণ করবেন না

প্রকাশিত: ০৫:২২, ১১ জানুয়ারি ২০১৯

অতীত টেনে এনে দ্বিপাক্ষিক সম্পর্ক ক্ষুণ্ণ করবেন না

দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট মুন জায়ে ইন বৃহস্পতিবার বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানী কোম্পানিগুলো দক্ষিণ কোরীয়দের ওপর যে বাধ্যতামূলক শ্রম চাপিয়ে দিয়েছিল তা নিয়ে রাজনীতি করে দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত করা জাপানের রাজনৈতিক নেতাদের উচিত নয়। -খবর স্টার অনলাইনের। এ দুই এশীয় প্রতিবেশীর সম্পর্ক শীতল হয়ে রয়েছে দক্ষিণ কোররিয়ার শীর্ষ আদালত সংশ্লিষ্ট একটি রুল জারির পর। আদালত অক্টোবরে ওই রুলিংয়ে বলেছে যে, নিপ্পন স্টিল এ্যান্ড সুমিতোমো মেটাল কর্পোরেশন মামলার ৪ বাদীর প্রত্যেককে বাধ্যতামূলক শ্রমের অভিযোগে ১০ কোটি ওন (মোট ৮৮ হাজার মার্কিন ডলার) ক্ষতিপূরণ দেবে। জাপান এরপর অভিযোগ করেছে, একটি দক্ষিণ কোরীয় যুদ্ধজাহাজ একটি জাপানী টহল বিমানকে এর রাডারে নিয়ে এসেছে। দক্ষিণ কোরীয় আদালত জাপানী স্টিল মেকারের স্থানীয় সম্পদের অংশবিশেষ বাজেয়াফতের অনুমোদন দেয়ার পর টোকিও বুধবার ওই পদক্ষেপকে ‘চরম দুঃখজনক’ বলে উল্লেখ করেছে এবং সিউলের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে আলোচনার দাবি জানিয়েছে। মুন যুদ্ধকালীন বিষয়ে আরও বিনয়ী আচরণ পোষণের জন্য এবং বিচারিক সিদ্ধান্তের প্রতি মর্যাদা দেখানোর জন্য জাপানী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
×