ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সৈয়দ আশরাফের আসনে মেয়েকে প্রার্থী দাবি

প্রকাশিত: ০৩:৩০, ১১ জানুয়ারি ২০১৯

  সৈয়দ আশরাফের  আসনে মেয়েকে  প্রার্থী দাবি

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১০ জানুয়ারি ॥ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের একমাত্র সন্তান সৈয়দা রীমা ইসলাম। গত ৩ জানুয়ারি বাবাকে হারান তিনি। এর আগে ২০১৭ সালের ২৩ অক্টোবর হারিয়েছেন প্রিয় মা সৈয়দা শিলা ইসলামকে। মাত্র সাড়ে ১৪ মাসের ব্যবধানে মা-বাবার মৃত্যুতে শোকে বিহ্বল রীমা। বাবা সৈয়দ আশরাফের মহাপ্রয়াণ থেকে শুরু করে শেষ বিদায়ের প্রতিটি ক্ষণে বাবার ছায়াসঙ্গী হয়ে পাশে ছিলেন রীমা ইসলাম। এই সময়টাতে সব জায়গাতেই বাবার কফিনটাকে আঁকড়ে ধরে রেখেছিলেন তিনি। কখনও বাবাকে নিজের কাছ থেকে আলাদা হতে দেননি। বাবার কফিন ধরে কেঁদেছেন অঝোরে। প্রিয় বাবার কফিনের পাশে রীমা ইসলামের এই বুকফাটা আর্তনাদ ছুঁয়ে যায় পুরো বাংলাদেশকে। যে কারণে সোস্যাল মিডিয়ার ফেসবুক-টুইটারজুড়ে এখন কেবলই রীমা ইসলামের বেদনার্ত মুখচ্ছবি। ফেসবুক-টুইটারের টাইমলাইনে ভাসছে শোকে বিহ্বল রীমা ইসলামের ছবি। যেন কেবল রীমা ইসলাম নয়, তার সঙ্গে কাঁদছে কিশোরগঞ্জ, কাঁদছে বাংলাদেশ। গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের আগে জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) থেকে টানা চার বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এবারের নির্বাচনে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন থাকা সৈয়দ আশরাফ সশরীরে নির্বাচনী ময়দানে না থেকেও বিপুল ভোটে পঞ্চমবারের মতো বিজয়ী হন। কিন্তু শপথ নেয়ার আগেই তিনি সবাইকে কাঁদিয়ে চলে যান না ফেরার দেশে। রাজনীতির এই মহাকবির চিরবিদায়ে সদর ও হোসেনপুর উপজেলা নিয়ে গঠিত বাবার এই শূন্য আসনে মেয়ে রীমা ইসলামকে চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝরছে আকুতি। পরিচ্ছন্ন রাজনীতিবিদ সৈয়দ আশরাফের আসনটিতে উপ-নির্বাচনে তার মেয়েকেই যোগ্য বিকল্প ভাবছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। বাবার কফিনের পাশে শোকে বিহ্বল রীমা ইসলামের ছবি শেয়ার দিয়ে জানানো হচ্ছে এই আকুতি। যোগ্য বাবার যোগ্য সন্তান ছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম। সৈয়দ আশরাফুল ইসলামের বাবা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে বন্দী থাকায় মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারে বঙ্গবন্ধুর শূন্যতা পূরণ করেছিলেন। এক-এগারোতে সেনা সমর্থিত সরকার আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করলে সৈয়দ আশরাফ তার শূন্যতা পূরণ করেছিলেন।
×