ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সুর সাধনায় বাবলু শাহ

প্রকাশিত: ০৬:৫৪, ৮ জানুয়ারি ২০১৯

সুর সাধনায় বাবলু শাহ

স্টাফ রিপোর্টার ॥ এ সময়ের লোকগানের পরিচিত কণ্ঠ বাবলু শাহ। নিয়মিত গান করে শ্রোতাদের ভালবাসা অর্জন করতে সমর্থ হয়েছেন। বিশেষ করে এফ এ সুমনের কম্পোজিশনে বাবলু শাহর দরদী কণ্ঠে চান মিয়া বয়াতির বিখ্যাত গান ‘ম্যাজিস্ট্রেট শামসুল হক’ গানটি বাবলু শাহকে রীতিমতো তারকা পরিচিত দিয়েছে। এ গানটি তার সঙ্গীত ক্যারিয়ারের মাইলফলক হয়ে আছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে-গ্রামে-গঞ্জে সর্বত্র গানটি ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছে। যার প্রভাব পড়েছে তার সঙ্গীত সাধনায়। প্রতিনিয়ত চলছে তার সুর সাধনা। তারই পরিক্রমায় জামালপুর অঞ্চলের জনপ্রিয় গান ‘কুল কান্দিতে পাইলিং দিয়া’ গানটি দিয়ে বাবলু শাহ নিজের দরদী কণ্ঠের পরিচয় দিয়েছেন। তার গাওয়া ‘আমি যেদিন যাবো মারা’ গানটির মরমী চিন্তা সংবেদনশীল মনে নাড়া দিয়েছে। আবদুল আলীমের গাওয়া ‘কেহ করে বেচাকেনা-কেহ কান্দে’ গানটিতে তাকে শ্রোতাদের মনে শক্ত আসন গড়ে নিতে সহায়ক হয়েছে।
×