ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাবার অসমাপ্ত কাজ করার অঙ্গীকার মন্ত্রী জাহিদের

প্রকাশিত: ০৫:২৪, ৮ জানুয়ারি ২০১৯

বাবার অসমাপ্ত কাজ করার অঙ্গীকার মন্ত্রী জাহিদের

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ৭ জানুয়ারি ॥ গাজীপুর-২ আসনের এমপি জাহিদ আহসান রাসেল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শপথ নেয়ার পর সোমবার ছুটে আসেন গাজীপুরের হায়দ্রাবাদ গ্রামে তার পিতা শহীদ আহসান উল্লাহ মাস্টারের কবর জিয়ারতের জন্য। এ সময় শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ কবর জিয়ারতে অংশ নিয়ে দোয়া করেন। উপস্থিত সাধারণ মানুষ ও নেতাকর্মীদের উদ্দেশে নয়ামন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি বলেন, আমার পিতার রেখে যাওয়া অসমাপ্ত কাজ এবং স্বপ্নগুলো মন্ত্রিত্বের সুযোগ নিয়ে জনগণের সেবায় উৎসর্গ করব। তিনি আরও বলেন, আমি আমার বাবার মতো শহীদ আহসান উল্লাহ মাস্টার হয়ে নিজেকে বিলিয়ে দেব দেশের জন্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন, সে মন্ত্রণালয়ের হয়ে এদেশের যুবকদের ভাগ্য উন্নয়নে কাজ করে যাব। এক পর্যায়ে মন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি বলেন, আমার মন্ত্রিত্ব জনগণের মাঝে আহসান উল্লাহ মাস্টার হয়ে নিজেকে বিলিয়ে দেব। মন্ত্রিত্বের এ জয় শুধু আমার নয় দেশবাসীসহ আওয়ামী লীগ সরকার ও শেখ হাসিনার জয়। স্বামীর মারপিটে আহত স্ত্রীর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ৭ জানুয়ারি ॥ কালীগঞ্জে যৌতুকের দাবিতে স্বামী আনিসুর রহমানের নির্যাতনে আহত শিউলী খাতুন (৩৫) নামে এক গৃহবধূর ৪ দিন পর মৃত্যু হয়েছে। সোমবার সকালে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিউলি খাতুন কালীগঞ্জ উপজেলার বড় ডাউটিয়া গ্রামের আনিছুর রহমানের স্ত্রী ও একই উপজেলার দামোদরপুর গ্রামের সোলাইমানের মেয়ে। জানা গেছে, কালীগঞ্জ উপজেলার বড় ডাউটিয়া গ্রামে আনিসুর রহমানের সঙ্গে ১৩ বছর আগে শিউলি খাতুনের বিয়ে হয়। এর পর থেকে সে যৌতুকের দাবি নিয়ে প্রায় শিউলির ওপর নির্যাতন করত। গত বৃহস্পতিবার সকালে আনিছুর রহমান তার স্ত্রী শিউলিকে বাবার বাড়ি থেকে টাকা আনতে বলে। শিউলি এতে রাজি না হওয়ায় স্বামী আনিছুর তাকে পিটিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।
×