ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুর্নীতির মামলায় নাজমুল হুদা কারাগারে

প্রকাশিত: ০৫:৩২, ৭ জানুয়ারি ২০১৯

 দুর্নীতির মামলায় নাজমুল হুদা  কারাগারে

কোর্ট রিপোর্টার ॥ সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদাকে ২ কোটি ৪০ লাখ টাকা ঘুষ নেয়ার দুর্নীতির মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল রবিবার ঢাকার ২ নম্বর বিশেষ জজ এএইচ এম রুহুল ইমরান জামিনের আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন। তবে নাজমুল হুদা অসুস্থ জানিয়ে বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসার যে আবেদন করা হয় আদালত তা মঞ্জুর করেছে। অন্যদিকে সাবেক মন্ত্রী ও সিনিয়র আইনজীবী হিসেবে তাকে কারাগারে প্রথম শ্রেণীর কয়েদির মর্যাদা দেয়ার আবেদন করা হলে আদালত তাও মঞ্জুর করেছে। কারাদন্ডের মামলার রায় গত ১৮ নবেম্বর সুপ্রীমকোর্টের ওয়েবসাইটে প্রকাশ পায়। রায়ে নিম্ন আদালতে আদেশ পৌঁছানোর ৪৫ দিনের মধ্যে নাজমুল হুদাকে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়। সে অনুযায়ী রবিবার তিনি আত্মসমর্পণ করে জামিনের প্রার্থনা করেন এবং তা নামঞ্জুর হয়ে যায়। নাজমুল হুদার আইনজীবী মোহাম্মাদ আনোয়ারুল ইসলাম চৌধুরী আপীলের শর্তে জামিনের প্রার্থনা করেছিলেন। তবে দুদকের পক্ষে প্রসিকিউটর মোশারফ হোসেন কাজল জামিন আবেদনের বিরোধিতা করেন। বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ২১ মার্চ দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক মোঃ শরিফুল ইসলাম ধানমন্ডি থানায় হুদা দম্পতির বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। এতে সাপ্তাহিক পত্রিকার ‘খবরের অন্তরালে’ জন্য ব্যবসায়ী মীর জাহের হোসেনের কাছ থেকে ২ কোটি ৪০ লাখ টাকা ঘুষ নেয়ার অভিযোগ আনা হয়। ঢাকার ২ নম্বর বিশেষ জজ ২০০৭ সালের ২৭ আগস্ট নাজমুল হুদাকে সাত বছরের কারাদ- এবং আড়াই কোটি টাকা অর্থদন্ডের রায় প্রদান করেন। রায়ে তার স্ত্রী সিগমা হুদারও তিন বছরের দন্ড দেয়া হয়। রায়ের বিরুদ্ধে হুদা দম্পতি আপীল করলে ২০১১ সালের ২০ মার্চ হাইকোর্ট তাদের খালাস দেয়। খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদক আপীল করলে আপীল বিভাগ ২০১৪ সালের ১ ডিসেম্বর হাইকোর্টের খালাসের রায় বাতিল করে পুনঃশুনানির নির্দেশ দেয়। হাইকোর্ট পুনঃশুনানি শেষে ২০১৭ সালের ৮ নবেম্বর নাজমুল হুদার সাত বছরের সাজা কমিয়ে চার বছর এবং সিগমা হুদার ৩ বছরের সাজা কমিয়ে মামলাটিতে যতদিন কারাভোগ করেছেন তা কারাদন্ড হিসেবে রায় দেন। গত ১৮ নবেম্বর সুপ্রীমকোর্টের ওয়েবসাইটে রায় প্রকাশ পায়।
×