ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কলাপাড়ায় এক-তৃতীয়াংশ শিক্ষার্থী বই পায়নি

প্রকাশিত: ০৭:১১, ৪ জানুয়ারি ২০১৯

  কলাপাড়ায় এক-তৃতীয়াংশ শিক্ষার্থী বই পায়নি

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৩ জানুয়ারি ॥ কলাপাড়ায় মাধ্যমিক পর্যায়ে সরকারের বিনামূলে বিতরণের বই উৎসব ভেস্তে গেছে। শিক্ষার্থীদের বিনামূল্যের বই বিতরণ এখন মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভর্তি ফিসহ বিভিন্ন ধরনের ফি আদায়ের হাতিয়ারে পরিণত হয়েছে। ফলে সরকারের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হচ্ছে। ব্যাহত হচ্ছে শিক্ষায় সাধারণ মানুষের উৎসাহ জোগানের সরকারের মহতি উদ্যোগ। উপজেলার ২৭টি মাদ্রাসা এবং ৩৩টি মাধ্যমিক বিদ্যালয়ের সব ক’টিতে একই চিত্র বিদ্যমান। সাধারণ অভিভাবকরা এ চক্রের কাছে হয়ে আছেন জিম্মি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটির যোগসাজশে এসব প্রকাশ্যে চলছে। সকল শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে সরকারী দলের একশ্রেণীর নেতাকর্মীরা সভাপতি ও সদস্য হিসেবে নিয়োজিত রয়েছেন। অথচ সরকারের ভাবমূর্তি রক্ষায় কমিটির সদস্যদের কোন ভূমিকা নেই। আর এসব কারণে অন্তত এক-তৃতীয়াংশ শিক্ষার্থী এখন পর্যন্ত বই পায়নি। সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, এসব অনিয়ম আর দুর্নীতির নানা তথ্য। একেক শিক্ষা প্রতিষ্ঠানে একেক ধরনের সেশন ফি আদায় করা হচ্ছে। ৫০০ টাকা থেকে ১২০০ টাকা পর্যন্ত সেশন ফিসহ ভর্তি বাবদ নেয়া হচ্ছে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর স্টক দেখলেই বোঝা যায় কেন এখনও এক-তৃতীয়াংশ বই বিতরণ করা হয়নি। খেপুপাড়ার মডেল সরকারী মাধ্যমিক বিদ্যালয়, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়, খেপুপাড়া নেছারউদ্দিন ফাজিল মাদ্রাসাসহ অন্তত ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে খবর নিয়ে শিক্ষার্থীর এমন সব খবর পাওয়া গেছে। মানুষ ধার-দেনা-কর্জ করে শিক্ষা প্রতিষ্ঠানের দাবি করা অর্থ দিয়ে বই নিতে বাধ্য হচ্ছে।
×