ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কাল্পনিক অভিযোগ ফরম তৈরি, নির্বাচন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা!

প্রকাশিত: ০৫:৪২, ৩০ ডিসেম্বর ২০১৮

কাল্পনিক অভিযোগ ফরম তৈরি, নির্বাচন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা!

স্টাফ রিপোর্টার ॥ আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরুর আগেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে কাল্পনিক আবেদন ফরম তৈরি করে ইসির কাছে অভিযোগ করার প্রস্তুতি নিয়ে রেখেছে বিএনপি-জাতীয় ঐক্যফ্রন্ট। কাল্পনিক অভিযোগ করে প্রিসাইডিং অফিসার ও রিটার্নিং অফিসার বরাবর তৈরি করা আবেদনের একাধিক ফরম সারাদেশে সরবরাহ করা হয়েছে বলে জানা গেছে। গত রাতেই বিএনপির প্রার্থীদের এ ধরনের একাধিক ফরম জনকণ্ঠের হাতে এসেছে। নির্বাচনী এলাকা-২২৭, নোয়াখালীর-৫ আসনের জন্য সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কোম্পানীগজ্ঞ/কবিরহাট উপজেলা বরাবর আবেদন ফরমটি তৈরি করা হয়েছে। বিষয় লেখা রয়েছে, প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে অভিযোগ। যেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের ধানের শীষ প্রতীকের পক্ষে তার পোলিং এজেন্ট আবেদন করেছেন। আবেদন ফরমটিতে বলা হয়েছে, ‘জনাব আমি নিম্ন স্বাক্ষরকারী এইমর্মে অভিযোগ করছি যে, উপরোক্ত কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকেই নৌকা প্রতীকের পক্ষে সন্ত্রাসীরা নির্বাচনী আইনের চরম ব্যত্যয় ঘটিয়ে ভোটকেন্দ্র দখলের উদ্দেশে তীব্র গোলযোগ ও অরাজক পরিস্থিতি সৃষ্টি করে এবং সাধারণ ভোটারদের ভয়তীতি প্রদর্শনসহ ভোট প্রদানে বাধা সৃষ্টি করে এবং কতিপয় সন্ত্রাসী ভোটকেন্দ্রে প্রবেশ করে জোরপূর্বক জালভোট প্রদান করতে থাকে। এইরূপ অবস্থায় ভোটগ্রহণ স্থগিত করা আইনগত সমীচীন হলেও প্রিসাইডিং অফিসার নৌকা প্রতীকের প্রার্থীকে অবৈধ ও অনৈতিক সুবিধা প্রদানের লক্ষ্যে ভোটগ্রহণ স্থগিত করা থেকে বিরত থাকেন। এমনকি আমার বারংবার উপরোক্ত অভিযোগ অগ্রাহ্য করে ভোট স্থগিতের অভিযোগ প্রত্যাখ্যান করে। অতএব উপরোক্ত কেন্দ্রটিতে আইনের চোখে কোন নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এমতাবস্থায় মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা উপরোক্ত ভোটকেন্দ্রের ভোটগ্রহণ বাতিলপূর্বক পুনঃনির্বাচনের তফসিল ঘোষণা করতে আপনার সদয় মর্জি হয়। বিনীত নিবেদক। পোলিং এজেন্ট, বাংলাদেশ জাতিয়াতাবাদী দল বিএনপি মনোনীত এবং ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মওদুদ আহমদ-এর ধানের শীষ প্রতীকের পক্ষে ...’। এছাড়া প্রিসাইডিং অফিসার বরাবর আবেদন করা আরেকটি নমুনা ফরম তৈরি করা হয়েছে। এই ফরমটিতে প্রিসাইডিং অফিসার, ভোটকেন্দ্রের নাম, ইউনিয়ন/পৌরসভা ও উপজেলার ঘর ফাঁকা রাখা হয়েছে। এতে বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে, ভোটকেন্দ্রে তীব্র গোলযোগ এবং বিপুল পরিমাণে জালভোট প্রদানের কারণে ভোটগ্রহণ স্থগিত রাখার আবেদন। ফরমে পোলিং এজেন্টের স্বাক্ষরের নীচে নাম, ভোটার নম্বর, কেন্দ্র, তারিখ, সময়ের ঘর ফাঁকা রাখা হয়েছে। কৌশল হিসেবে ঘরগুলো ফাঁকা রাখা হয়েছে বলে জানা গেছে।
×