ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হাইকোর্টের রুল

জামায়াতের ২৫ প্রার্থীর প্রার্থিতা কেন বেআইনী নয়

প্রকাশিত: ০৬:০৮, ২৮ ডিসেম্বর ২০১৮

জামায়াতের ২৫ প্রার্থীর প্রার্থিতা কেন বেআইনী নয়

স্টাফ রিপোর্টার ॥ নিবন্ধন হারানো বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২২ নেতা ‘ধানের শীষ’ প্রতীকে এবং তিনজনের স্বতন্ত্র প্রার্থী বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত কেন বেআইনী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। সিইসি ইসি, নির্বাচন কমিশন সচিব, ও জামায়াতের ২৫ প্রার্থীসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন দ্বৈত বেঞ্চ বৃহস্পতিবার একটি রিট আবেদনের শুনানি নিয়ে এ রুল জারি করেন। তবে ওই ২৫ জনের প্রার্থিতার বিষয়ে কোন নিষেধাজ্ঞা দেয়নি আদালত। আইনজীবীরা জানিয়েছেন ও ২৫ প্রার্থীর নির্বাচন করতে কোন বাধা নেই। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তানিয়া আমীর। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন এ্যাডভোকেট ইয়াছিন খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল মোতাহার হাসেন সাজু। আর ২৫ প্রার্থীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
×