ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নৌকার অফিস পুড়িয়ে দিচ্ছে দুর্বৃত্তরা ॥ ধানের শীষের তিন প্রার্থীর ওপর হামলা

প্রকাশিত: ০৫:৫২, ২৫ ডিসেম্বর ২০১৮

নৌকার অফিস পুড়িয়ে দিচ্ছে দুর্বৃত্তরা ॥ ধানের শীষের তিন প্রার্থীর ওপর হামলা

জনকণ্ঠ ডেস্ক ॥ লক্ষ্মীপুরে ঐক্যফ্রন্টের প্রার্থী কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষে কমপক্ষে ৪০ জন আহত হয়। চট্টগ্রামের সীতাকু-ে নৌকায় পোস্টার ছেঁড়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ করা হয়েছে। রাজশাহীতে নির্বাচনী কার্যালয় ও প্রতীক পোড়ানোর পাল্টাপাল্টি অভিযোগ করা হয়েছে। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নৌকার একটি নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। চাঁদপুরে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে দশজন আহত হয়েছে। দিনাজপুরের পার্বতীপুরে নির্বাচনী প্রচার শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের হামলায় এক বিএনপি নেতা আহত হয়েছেন। বগুড়ার শেরপুরে নির্বাচনী প্রচার নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। এ সময় কয়েকটি মোটরসাইকেল ও গাড়ি ভাংচুর করা হয়। শরীয়তপুরে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে ধানের শীষের প্রার্থীসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। ভোলার চরফ্যাশনে বিএনপির প্রার্থী নাজিম উদ্দিন আলমের গণসংযোগে হামলা চালানো হয়েছে। হামলায় বিএনপির আট নেতাকর্মী আহত হয়। ভাংচুর করা হয় দুটি মাইক্রোবাস। ফরিদপুরে নৌকার তিনটি নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। যশোর-৪ আসনের এমপি, নৌকার প্রার্থী রণজিত কুমার রায়ের ছেলে রাজীব রায়ের নেতৃত্বে বাঘারপাড়ার বিভিন্ন গ্রামে অন্য প্রার্থীদের অফিস, বাড়িঘর ভাংচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগ করা হয়েছে। জামালপুরের সরিষাবাড়িতে নৌকার পক্ষে নির্বাচনী পথসভা কেন্দ্র করে বিএনপির সঙ্গে সংঘর্ষ হয়েছে। এ সময় বিএনপির উপজেলা কার্যালয় পুড়িয়ে দেয়া হয়। এছাড়া ৩০ দোকান ও দশটি মোটরসাইকেল ভাংচুর করা হয়। মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে আওয়ামী লীগ প্রার্থীর পাঁচটি নির্বাচনী ক্যাম্পে আগুন দেয়া হয়েছে। এছাড়া সিরাজদিখানে ধানের শীষের প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেনের গাড়িবহরে হামলা করা হয়েছে। হামলায় বিএনপির চার নেতাকর্মী আহত হন। ভাংচুর করা হয় পাঁচটি গাড়ি। রবিবার রাত ও সোমবার এসব ঘটনা ঘটে। খবর স্টাফ রিপোর্টার নিজস্ব সংবাদদাতাদের। লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির ওপর হামলা করেছে নৌকার সমর্থকরা। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় দুই পুলিশ সদস্যসহ বিএনপি ও আওয়ামী লীগের ৩৭ জন আহত হয়। রবিবার সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের শান্তিরহাট বাজারে বিএনপির নির্বাচনী প্রচারকালে অতর্কিত হামলার এ ঘটনা ঘটে। আহত বিএনপি নেতাকর্মীরা চিকিৎসা নিতে গেলে তাদের হাসপাতাল থেকে যুবলীগ নেতাকর্মীরা বের করে দেয় বলে অভিযোগ করেছেন ধানের শীষের প্রার্থী এ্যানি। এ্যানি বলেন, গণসংযোগকালে পুলিশের উপস্থিতিতে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোটা ও অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। পুলিশও আমাদের নেতাকর্মীদের ওপর গুলি চালায়। মহাজোট প্রার্থী শাহজাহান কামাল অভিযোগ করে বলেছেন, ভাড়াটিয়া লোক এনে হামলা চালিয়ে আওয়ামী লীগের ১২ নেতাকর্মীকে আহত করা হয়েছে। সুষ্ঠু নির্বাচন প্রতিবন্ধকতা সৃষ্টির জন্যই এসব করা হচ্ছে। সীতাকু- ॥ চট্টগ্রামের সীতাকু-ের পাঁচ এলাকায় রাতের আঁধারে নৌকা প্রতীকের লাগানো হাজারো পোস্টার ছেঁড়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে সোমবার সকালে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়ের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন প্রতিটি ওয়ার্ডের আওয়ামী লীগ নেতারা। রাজশাহী ॥ গোদাগাড়ীর মাটিকাটা উচ্চ বিদ্যালয়ের পাশে টাঙ্গানো নৌকা পুড়িয়ে ফেলা হয়েছে। রবিবার গভীর রাতে আওয়ামী লীগ প্রার্থী ওমর ফারুক চৌধুরীর নৌকা প্রতীক পুড়িয়ে ফেলেছে বিএনপির সন্ত্রাসীরা বলে অভিযোগ করেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এদিকে রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও নগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলের বাড়ি সোমবার ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত ঘিরে রাখা হয় বলে অভিযোগ করেন রাজশাহী-২ আসনে প্রার্থী মিজানুর রহমান মিনু। সোমবার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের মতবিমিয় সভায় এ অভিযোগ করেন মিনু। অপরদিকে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার আমিনুল হকের ধানের শীষের পোস্টার, ব্যানার ও ফেস্টুন কেটে ফেলাসহ ১৪ নির্বাচনী অফিস ভাংচুরের অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে লিখিতভাবে অভিযোগ দিয়েছেন প্রার্থী নিজে। আমতলী ॥ বরগুনা-১ (সদর-আমতলী-তালতলী) আসনের আমতলীর হলদিয়া ইউনিয়নের দফাদার ব্রিজ বাজারের আওয়ামী লীগ নির্বাচনী কার্যালয়ে রবিবার রাত সাড়ে ১২টার দিকে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এতে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও নৌকা প্রতীক পুড়ে গেছে। ঠাকুরগাঁও ॥ ঠাকুরগাঁও-৩ আসনে পীরগঞ্জের লোহাগাড়া বাজারে নৌকার প্রার্থী ইয়াসিন আলীর একটি নির্বাচনী অফিস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার রাতে এ আগুনে অফিসের কাপড়ের বেড়াসহ নৌকার পোস্টার পুড়ে যায়। ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেফতার দাবি করেছেন নৌকার সমর্থকরা। চাঁদপুর ॥ চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিমকে পুলিশ আটক করার পর উত্তেজিত নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ১০ নেতাকর্মী আহত হন। সোমবার দুপুর ১টার দিকে বিএনপি প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক ও আওয়ামী লীগ প্রার্থী দীপু মনির বাসার মাঝামাঝি স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় দুইপক্ষ দুই বাড়ির সামনে অবস্থান নেয় এবং ইটপাটকেল নিক্ষেপ করে। পার্বতীপুর ॥ নির্বাচনী কাজ শেষ করে বাড়ি ফেরার পথে পার্বতীপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান চাঁদআলীর ওপর হামলা চালিয়েছে দুর্র্বত্তরা। রবিবার রাত সাড়ে আটটার দিকে মোজাফফর নগর মহল্লায় এ ঘটনা ঘটে। আহত চাঁদআলীকে সোমবার দুপুরে দিনাজপুর আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বগুড়া ॥ বগুড়া-৫ আসনে শেরপুর উপজেলায় সোমবার বিকেলে নির্বাচনী প্রচার নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও গাড়ি ভাংচুর করা হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ তিন বিএনপি কর্মীকে আটক করে। শরীয়তপুর ॥ সোমবার দুপুরে গোসাইরহাটে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া, পাল্টা-ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় শরীয়তপুর-৩ আসনে বিএনপির প্রার্থী মিয়া নুরুদ্দিন অপুসহ অন্তত ২৫ জন আহত হয়। অপুকে কোদালপুর ইউনিয়ন মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। চরফ্যাশন ॥ ভোলার চরফ্যাশনের আটকপাট এলাকায় সোমবার দুপুরে বিএনপির প্রার্থী নাজিম উদ্দিন আলমের গণসংযোগকালে হামলা করেছে দুর্বৃত্তরা। হামলায় বিএনপির আট নেতাকর্মী আহত হন, দুটি মাইক্রোবাস ভাংচুর করা হয়। যশোর ॥ যশোর-৪ আসনের এমপি ও নির্বাচনে নৌকার প্রার্থী রণজিত কুমার রায়ের ছেলে রাজীব রায়ের নেতৃত্বে বাঘারপাড়ার বিভিন্ন গ্রামে অন্য প্রার্থীদের অফিস, বাড়িঘর ভাংচুর, ভয়ভীতি প্রদর্শন করার অভিযোগ করা হয়েছে। মহাজোটের শরিক ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে এমন অভিযোগ করে সোমবার দুপুরে জেলা রিটার্নিং অফিসার ও যশোর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হয়েছে। জেলা প্রশাসক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। জামালপুর ॥ সরিষাবাড়ীতে নৌকার পক্ষে নির্বাচনী পথসভা কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় উপজেলা বিএনপির কার্যালয় পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এ ছাড়া অন্তত ৩০ দোকান ও দশটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। সোমবার দুপুর ১২টার দিকে পৌরসভার আরামনগর বাজারে এ ঘটনা ঘটে। সংঘর্ষে উভয়পক্ষে অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জ-১ আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেনের গাড়িবহরে হামলা করা হয়েছে। এ সময় পাঁচটি গাড়ি ভাংচুর করা হয়। হামলায় বিএনপির চার কর্মী আহত হয়। সোমবার দুপুর দুটার দিকে সিরাজদিখানের বয়রাগাদি ইউনিয়নের বড় পাউলদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে মুন্সীগঞ্জ-২ আসনে টঙ্গীবাড়ির বিভিন্ন স্থানে আওয়ামী লীগের প্রার্থী সাগুফতা ইয়াসমিন এমিলির পাঁচটি নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ করা হয়েছে। রবিবার রাতে শিমুলিয়া, মুটুকপুর, চিত্রকরা, তৈলকাই ও দরজারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া ॥ সদর উপজেলার নাটাই গ্রামে আওয়ামী লীগের নির্বাচনী অফিস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার রাতে মোহাম্মদ আলীর বাড়ির সামনের নৌকার অফিসটি কে বা কারা আগুন দিয়ে পুড়িয়ে দেয়। রাত দুটা পর্যন্ত অফিসটি চাল থাকলেও সকালে এসে দেখা যায় অফিসটি ভস্মীভূত। এদিকে কোটে ধানের শীষ মনোগ্রাম লাগানো থাকায় নাসিরনগর বিএনপির সহ-সভাপতি ও চাপরতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজ উদ্দিন ভূইয়ার বেয়াই সায়েদ আহমেদকে রবিবার ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে বিএনপির প্রার্থী আজহাহারুল ইসলাম মান্নানের প্রচারে হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুরে জামপুর ইউনিয়নের মাঝেরচর ঈদগাহ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় বিএনপির ১৫ নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেন তারা। গাজীপুর ॥ গাজীপুর-৫ আসনের (কালীগঞ্জ) কারাবন্দী বিএনপির প্রার্থী একেএম ফজলুল হক মিলনের স্ত্রী শম্পা হকের ওপর চারদিনের ব্যবধানে সোমবার ফের হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা তার বহরের তিনটি গাড়ি ভাংচুর এবং গাড়ি থেকে যুবদল ও ছাত্রদলের ৭ কর্মীকে টেনে হেঁচড়ে নামিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ পাওয়া গেছে। কালীগঞ্জ উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট পারভীন আক্তার জানান, দুপুরে থানায় বৈধ অস্ত্র জমা দিতে যাওয়ার সময় কালীগঞ্জ শহরের ব্যাংকের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত শম্পা হককে সংজ্ঞাহীন অবস্থায় পুলিশ প্রহরায় ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চারদিনের ব্যবধানে এটি তার ওপর দ্বিতীয় হামলার ঘটনা। গত ১৩ ডিসেম্বর কালীগঞ্জে নির্বাচনী সভা থেকে ফজলুল হক মিলনকে পুলিশ গ্রেফতার করার পর তার স্ত্রী শম্পা হক স্বামীর হয়ে প্রচার চালিয়ে যাচ্ছিলেন।
×