ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জামাইয়ের তৈরি কবিরাজি ওষুধ খেয়ে শাশুড়ি ও শ্যালকের মৃত্যু

প্রকাশিত: ০৬:৫৯, ২০ ডিসেম্বর ২০১৮

জামাইয়ের তৈরি কবিরাজি ওষুধ খেয়ে শাশুড়ি ও শ্যালকের মৃত্যু

সংবাদদাতা, বদরগঞ্জ, রংপুর, ১৯ ডিসেম্বর ॥ বদরগঞ্জে জামাইয়ের তৈরি করা কবিরাজি ওষুধ খেয়ে শাশুড়ি কছিরন বেওয়া(১০২) ও শ্যালক আব্দুস ছালামের (৫০) মৃত্যু হয়েছে। এছাড়া শ্যালক নুর হোসেন (৪০) ও নাত বৌ ৪ মাসের অন্তঃসত্ত্বা নূর জাহান বেগম (৩২) গুরুতর অসুস্থ হয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার বিকেলে উপজেলার কালুপাড়া ইউনিয়নের ফয়েজের পাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনার পর পরই পুলিশ কবিরাজ জামাই মজিবর(৭৫) কে ওষুধ তৈরির সরঞ্জামসহ আটক করে। জানা যায়, মজিবরের বাড়ি জামালপুর জেলায়। তিনি ১০ দিন আগে শ^শুরবাড়িতে আসেন। এরপর তিনি দক্ষ কবিরাজ হিসেবে নিজেকে উল্লেখ করেন। তার কাছে সর্বরোগের ওষুধ রয়েছে বলে তিনি জানান। এরই ধারাবাহিকতায় ওইদিন দুপুরে তিনি শাশুড়িসহ পরিবারের সকলকে তার নিজের তৈরি বলবৃদ্ধিকারক ওষুধ সেবন করান। আর ওই ওষুধ সেবন করে সকলেই অসুস্থ হয়ে পড়েন। এলাকার লোকজন দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালেও ডাঃ মোস্তারি বেগম শাশুড়ি কছিরন বেওয়া ও শ্যালক ছালামকে মৃত ঘোষণা করেন।
×