ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজধানীর ৭ মঞ্চে হবে সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিজয় উৎসব

প্রকাশিত: ০৪:৫০, ১০ ডিসেম্বর ২০১৮

 রাজধানীর ৭ মঞ্চে হবে সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিজয় উৎসব

স্টাফ রিপোর্টার ॥ বিজয়ের মাস ডিসেম্বরে আরেকবার মুক্তিযুদ্ধের চেতনায় জ্বলে উঠবে সম্মিলিত সাংস্কৃতিক জোট। রাজধানীর সাতটি মঞ্চে অনুষ্ঠিত হবে বিজয় উৎসব। পরিবেশিত হবে একাত্তরের প্রেরণাদায়ী গান, কবিতা, চলচ্চিত্র প্রদর্শনীসহ নানা কিছু। উৎসবের স্লোগান ‘স্বাধীনতাবিরোধী যুদ্ধাপরাধীদের দিন শেষ/মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাবেই বাংলাদেশ’। আর নির্বাচনের মাসে উৎসব হওয়া যুক্ত হয়েছে নির্বাচনী উত্তাপ। সেই সুবাদে এই প্রথমবার বিজয় উৎসবের মাধ্যমে আসন্ন সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের বাংলাদেশ প্রতিষ্ঠায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের প্রতি সরাসরি সমর্থন জানিয়েছে জোট। রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জোটের কার্যালয়ে অনুষ্ঠিত বিজয় উৎসবের সংবাদ সম্মেলনে সংগঠনে সভাপতি গোলাম কুদ্দুছ এ ঘোষণা দেয়ার পাশাপাশি উৎসবের বিস্তারিত তথ্য তুলে ধরেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জোট সভাপতি গোলাম কুদ্দুছ। বক্তব্য রাখেন জোটের সাবেক সভাপতি নাসির উদ্দীন ইউসুফ, গণসঙ্গীত শিল্পী সমন্বয় পরিষদের সভাপতি ফকির আলমগীর ও আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আহ্্কাম উল্লাহ্। সঞ্চালনা করে জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ। উৎসব প্রসঙ্গে জানানো হয়, ১৩ ডিসেম্বর বিকেল সাড়ে তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিজয় উৎসব উদ্বোধন করবেন মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করা বরেণ্য ব্যক্তিত্বরা। দেড় শতাধিক সাংস্কৃতিক সংগঠনের আড়াই হাজার শিল্পীর অংশগ্রহণে এবারের উৎসব একযোগে অনুষ্ঠিত হবে রাজধানীর সাত মঞ্চে। নৃত্য-গীতের সঙ্গে পরিবেশিত হবে আবৃত্তি, পথনাটক ও শিশুতোষ পরিবেশনা। থাকবে চলচ্চিত্র প্রদর্শনী। শহীদ মিনার মঞ্চে ১৩ ডিসেম্বর অনুষ্ঠান শুরু হয়ে চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত। অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলাম ও সমকাল সম্পাদক প্রয়াত গোলাম সারওয়ার নামাঙ্কিত উত্তরা মঞ্চের আয়োজন চলবে ১৫ থেকে ১৭ ডিসেম্বর। ভাষাসৈনিক হালিমা খাতুন ও মুক্তিযোদ্ধা ফেরদৌসী প্রিয়ভাষিণী নামাঙ্কিত রবীন্দ্র সরোবর মঞ্চের অনুষ্ঠান চলবে ১৪ থেকে ১৬ ডিসেম্বর। রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ মঞ্চের আয়োজন চলবে ১৪ থেকে ১৬ ডিসেম্বর। কবি বেলাল চৌধুরী ও আবৃত্তিশিল্পী রণজিৎ রক্ষিতের নামাঙ্কিত মিরপুর মঞ্চে অনুষ্ঠান হবে ১৪ থেকে ১৬ ডিসেম্বর। মুক্তিযোদ্ধা তারামন বিবি ও মেজর কামরুল হাসান ভূঁইয়ার নামাঙ্কিত দনিয়া মঞ্চের আয়োজন চলবে ১৫ থেকে ১৬ ডিসেম্বর। পুরনো ঢাকার বাহাদুর শাহ পার্ক মঞ্চে ১৭ ও ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে উৎসব। প্রতিটি মঞ্চের অনুষ্ঠান শুরু হবে বিকেল চারটায়। এছাড়াও ১৬ ডিসেম্বর সকাল ১০টায় শহীদ মিনার থেকে বের করা হবে বিজয় শোভাযাত্রা। স্বৈরাচারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে গঠিত সম্মিলিত সাংস্কৃতিক জোট এবারই প্রথম সরাসরি নির্বাচনে কোন দলকে সমর্থন দিচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সংবাদ সম্মেলনে গোলাম কুদ্দুছ এ ঘোষণা দেন। তিনি বলেন, এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এ নির্বাচনে নিরপেক্ষ থাকার কোন সুযোগ নেই। নির্বাচনে দুটি জোট অংশ নিচ্ছে। একপক্ষে রয়েছে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আর অপরপক্ষে স্বাধীনতাবিরোধী জামায়াতকে পুনর্বাসিত করতে গঠিত হয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। এমন প্রেক্ষিতে সম্মিলিত সাংস্কৃতিক জোট ১৪ দলকে সমর্থন দেয়ার পাশাপাশি তাদের পক্ষে মাঠে নামার ঘোষণা দিয়েছে। যার অংশ হিসেবে ১৬ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের সঙ্গে যুথবদ্ধভাবে ১৪ দলের বিজয় মঞ্চ অনুষ্ঠানের তত্ত্বাবধান করবে সম্মিলিত সাংস্কৃতিক জোট। শাহবাগের জাদুঘরের সামনে ১৬ ডিসেম্বর এই বিজয় মঞ্চের অনুষ্ঠানের উদ্বোধন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এই মঞ্চ থেকে সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি প্রতিদিন বিশিষ্টজনরা আলোচনা কিংবা বক্তৃতার নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে প্রচার চালাবেন।
×