ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে নবীন নৌসেনাদের কুচকাওয়াজে রাষ্ট্রপতি

সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষায় আত্মনিয়োগ করতে হবে

প্রকাশিত: ০৪:৪৮, ১০ ডিসেম্বর ২০১৮

 সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষায় আত্মনিয়োগ করতে হবে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের প্রয়োজনে একটি আধুনিক ও শক্তিশালী নৌবাহিনী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছিলেন। সে মহান প্রত্যয়ের আলোকে নৌবাহিনীকে আধুনিক ও যুগোপযোগী ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে যুদ্ধ জাহাজ সংগ্রহ ও বিদ্যমান জাহাজসমূহের অপারেশনাল সক্ষমতা বাড়াতে বাস্তবমুখী বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। ইতোমধ্যেই দুটি সাবমেরিন সংযোজনের মাধ্যমে এই বাহিনী ত্রিমাত্রিক বাহিনী হিসেবে সুপ্রতিষ্ঠিত হয়েছে। আধুনিক প্রশিক্ষণ সুবিধাকে কাজে লাগিয়ে সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষায় নবীন কর্মকর্তাদের আত্মনিয়োগ করতে হবে। রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ রবিবার সকালে বাংলাদেশ নেভাল একাডেমিতে নৌবাহিনীর মিডশিপম্যান ২০১৬ ব্যাচ ও ডাইরেক্ট এন্ট্রি অফিসার (ডিইও) ২০১৮/বি ব্যাচের নবীন কর্মকর্তাদের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে কথাগুলো বলেন। এ ব্যাচে ৫৯ জন মিডশিপম্যান ও ৭ জন ডিইওসহ ৬৬ জন নবীন কর্মকর্তা কমিশন লাভ করেন। এরমধ্যে ৪ জন মহিলা এবং ১ জন মালদ্বীপ এবং ১ জন শ্রীলঙ্কার কর্মকর্তা রয়েছেন। কমিশনপ্রাপ্তদের মধ্যে মিডশিপম্যান ২০১৬ ব্যাচের আহমেদ রিদওয়ান খান সকল বিষয়ে সর্বোচ্চ মান অর্জন করে সেরা চৌকস মিডশিপম্যান হিসাবে ‘সোড অব অনার’ লাভ করেন। এছাড়া মিডশিপম্যান ইজাজ মাহমুদ শুভ প্রশিক্ষণে দ্বিতীয় সর্বোচ্চ মান অর্জনকারী হিসাবে ‘নৌ-প্রধান স্বর্ণপদক’ এবং ডিইও ব্যাচ থেকে এ্যাক্টিং সাব লেফটেন্যান্ট সাইফ হোসেন শ্রেষ্ঠ ফলাফল অর্জনকারী হিসাবে ‘বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্বর্ণপদক’ লাভ করেন। নৌবাহিনীতে কমিশনপ্রাপ্ত নবীন কর্মকর্তাদের উদ্দেশে বক্তৃতায় তিনি বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতাসহ স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী নৌসেনা ও মুক্তিযোদ্ধাদের ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, নৌবাহিনীর উন্নয়নে সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করে চলেছে। বাংলাদেশ নেভাল একাডেমিতে চালু হয়েছে উন্নত প্রশিক্ষণ সুবিধা সংবলিত আন্তর্জাতিক মানের বঙ্গবন্ধু কমপ্লেক্স। নৌবাহিনীর ভবিষ্যত উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে চীন থেকে দুটি মিসাইল ফ্রিগেট এবং নির্মাণাধীন দুটি করভেট শীঘ্রই নৌবহরে যুক্ত হবে। উল্লেখযোগ্যসংখ্যক করভেট, মাইন হান্টার, ওশানোগ্রাফিক রিসার্চ ভেসেল ও সেইলিং ট্রেনিং শিপসহ বিভিন্ন জাহাজ ক্রয় ও নির্মাণের পরিকল্পনা রয়েছে। নেভাল এভিয়েশনের জন্য ক্রয় করা হবে মেরিটাইম পেট্রোল এয়ার ক্রাফট, এ্যান্ট্রি সাবমেরিন হেলিকপ্টার ও লং রেঞ্জ মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট। শক্তিশালী নৌবাহিনী গঠনের লক্ষ্যে বর্তমান সরকারের বাস্তবায়নাধীন কার্যক্রমের উল্লেখ করে তিনি বলেন, মিসাইল, আইএফএফ সিস্টেমসহ বিভিন্ন ধরনের আধুনিক সরঞ্জাম ও প্রযুক্তি সংযোজনের কাজ চলমান রয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর জন্য সর্ববৃহৎ ঘাঁটি ‘বানৌজা শের-ই-বাংলা এবং বানৌজা শেখ হাসিনা ঘাঁটি’র কাজ দ্রুত এগিয়ে চলেছে। ভাষণে রাষ্ট্রপতি আরও বলেন, অতিসম্প্রতি ঢাকায় জাতির পিতার নামে প্রথমবারের মতো একটি নৌঘাঁটি ‘বানৌজা শেখ মুজিব’ এর কমিশনিং সম্পন্ন হয়েছে। উদ্বোধন করা হয়েছে ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় ২২টি বহুতল ভবন এবং অবসরপ্রাপ্ত নৌ সদস্যদের আবাসনের জন্য টাউনশীপ সাভার প্রকল্প। চট্টগ্রামের পতেঙ্গায় নেভাল একাডেমিতে বাংলাদেশ নৌবাহিনীর এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান, নৌ সদর দফতরের পিএসও, তিন বাহিনীর আঞ্চলিক অধিনায়ক, উর্ধতন সামরিক-বেসামরিক কর্মকর্তা, মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী নৌকমান্ডো, দেশী-বিদেশী কূটনৈতিক এবং শিক্ষা সমাপনী ব্যাচের নবীন কর্মকর্তারা।
×