ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মঙ্গলে বায়ুর শব্দ রেকর্ড নাসার ইনসাইটের

প্রকাশিত: ০৬:৩৪, ৯ ডিসেম্বর ২০১৮

মঙ্গলে বায়ুর শব্দ রেকর্ড নাসার ইনসাইটের

নাসার ইনসাইট ল্যান্ডার মঙ্গলে বায়ুর শব্দ রেকর্ড করেছে। লালগ্রহটিতে মার্কিন গবেষণা সংস্থার মহাকাশযান নামার কয়েক দিনের মধ্যে এ আওয়াজ ধরা পড়ল। গার্ডিয়ান। মঙ্গলপৃষ্ঠ থেকে প্রথমবারের মতো বায়ুর শব্দের মতো আওয়াজ শুনতে পেলেন বিজ্ঞানীরা। গত মাসের ২৬ তারিখ ইনসাইট মঙ্গলের ইলিসিয়াম প্লানিটিয়া অঞ্চলে অবতরণ করে। মহাকাশে যান বসানো সেন্সরে সামান্য কম্পন ধরা পড়ে, যা থেকে বাতাসের অস্তিত্ব আছে বলে অনুমান করা হচ্ছে। বাতাসের গতিবেগ ১০ থেকে ২৫ মাইলের মধ্যে হতে পারে। ইনসাইট ল্যান্ডার একটি বৃহৎ কানের মতো কাজ করছে। রোবোটিক মহাকাশযানটির এয়ার প্রেশার সেন্সর ও সিসমোমিটার মঙ্গল পৃষ্ঠের কম্পন এবং বাতাসের প্রবাহ মাপার জন্য উপযোগী করে তৈরি করা হয়েছে। কম্পন হিসেবে ইনসাইটের সিসমোমিটার মঙ্গল সম্পর্কে নতুন তথ্য পাঠাবে বলে বিজ্ঞানীরা আশা করছেন। মঙ্গলে যেসব বিষয় পর্যবেক্ষণের জন্য ইনসাইট ল্যান্ডারকে পাঠানো হয়েছে তার মধ্যে অবশ্য বায়ু প্রবাহ ছিল না। বায়ু প্রবাহের বিষয়টি বিজ্ঞানীরা অপ্রত্যাশিতভাবে জানতে পেরেছেন। সিলভার ডোমের ভেতর বসানো এয়ার প্রেশার সেন্সর বাতাসের খুব স্বাভাবিক প্রবাহ রেকর্ড করে। বিজ্ঞানীদের উদ্দেশ্য ছিল মাটি খুঁড়ে মঙ্গলের ভেতরের তথ্য জানার চেষ্টা করা। বায়ু প্রবাহের আরও তথ্য মঙ্গলে পরবর্তী মিশন মার্স ২০২০ রোভার মিশন থেকে পাওয়া যেতে পারে। বর্তমান মিশনে ইনসাইট ল্যান্ডারে মাইক্রোফোন দিয়ে পাঠানো হয়নি পরবর্তী মিশনে তা করা হবে। নাসার জেট প্রপালসন ল্যাবরেটরি (জেপিএল) শুক্রবার বায়ুর আওয়াজের অডিও প্রকাশ করেছে। গবেষকদের মতে, মানুষের কানে শোনা এটিই প্রথম মঙ্গলের বায়ু প্রবাহের আওয়াজ। ইনসাইটের প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ব্রুস ব্যানার্ডিট ক্যালিফোর্নিয়ার প্যাসাডেনায় বলেছেন, ‘অপ্রত্যাশিতভাবে মঙ্গলের বাতাসের আওয়াজ ধরা পড়েছে। মূলত মঙ্গলপৃষ্ঠের কম্পন পর্যবেক্ষণ করাই আমাদের এ মিশনের মূল উদ্দেশ্য। স্বাভাবিকভাবেই বায়ু প্রবাহের কম্পন মাপা কাজেরই অংশ ছিল। লন্ডনের ইম্পেরিয়াল কলেজের টমাস পাইক বলেন, মঙ্গলে বায়ুর শব্দের মতো যে আওয়াজ রেকর্ড করা হয়েছে তার প্রকৃতি পৃথিবীর বায়ু প্রবাহের চেয়ে ভিন্ন রকম। ১৯৭৬ সালে মহাকাশযান ভাইকিং মঙ্গলে নামার সময় কেঁপে উঠেছিল। সেটি বায়ুর জন্য হয়েছিল কিনা তা তখন নিশ্চিত হওয়া যায়নি।
×