ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অংকনের প্রথম মৌলিক গান ‘ভাল থাকতে দিলি না’

প্রকাশিত: ০৭:১৩, ৬ ডিসেম্বর ২০১৮

অংকনের প্রথম মৌলিক গান ‘ভাল থাকতে দিলি না’

স্টাফ রিপোর্টার ॥ ‘আড়ং ডেইরি- বাংলার গান’ রিয়্যালিটির শোর মাধ্যমে পরিচিতি পেয়েছেন শিল্পী অংকন। সঙ্গীত বিষয়ক এই প্রতিযোগিতায় তিনি হয়েছিলেন দ্বিতীয় রানার্সআপ। এরপর থেকে নিয়মিত টিভি শো ও কনসার্ট করছেন অংকন। চালিয়ে যাচ্ছেন গানের চর্চা। এবার নিজের প্রথম মৌলিক গান নিয়ে হাজির হচ্ছেন প্রতিভাবান এই শিল্পী। গানের নাম ‘ভাল থাকতে দিলি না’। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)-এর ইউটিউব চ্যানেলে প্রকাশ হচ্ছে অংকনের প্রথম মৌলিক গান ‘ভাল থাকতে দিলি না।’ রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর করেছেন মুহাম্মদ মিলন আর সঙ্গীতায়োজনে ছিলেন এমএমপি রনি। দারুণ গল্পে গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। ভিডিওতে অংকনের সঙ্গে মডেল হিসেবে আছেন বাপ্পা শান্তনু। নিজের প্রথম মৌলিক গান নিয়ে অংকন বলেন এর আগে একাধিক গান করলেও এটাই আমার প্রথম মৌলিক গান। একটি মৌলিক গান, একজন শিল্পীর জীবনে যে কত বড় সম্পদ এটা শুধু শিল্পীই উপলব্ধি করতে পারেন। আমি আর গায়কীর সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করেছি। আশা করছি সবার ভাল লাগবে গানটি। ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, আজ তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে অংকনের ‘ভাল থাকতে দিলি না।’ পাশাপাশি ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে গানটি শোনা যাবে।
×