ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কর্ণফুলীর শাখা ইছানগর খাল দখলের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৪:১১, ৫ ডিসেম্বর ২০১৮

কর্ণফুলীর শাখা ইছানগর খাল দখলের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ দেশের অর্থনীতির প্রাণ প্রবাহখ্যাত কর্ণফুলী নদীর শাখা ঐতিহ্যবাহী ইছানগর খাল গত সোমবার রাতের আঁধারে বাঁশের খুঁটি ও বাউন্ডারি দিয়ে দখল করে স্থানীয় কিছু সন্ত্রাসী। এর প্রতিবাদে মঙ্গলবার সকালে চট্টগ্রামের প্রেসক্লাবে মানববন্ধন করেছে আটটি পরিবেশবাদী সংগঠন। মানববন্ধন সমাবেশে বক্তারা বলেন, কর্ণফুলী দখল ও দূষণমুক্ত করতে উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে। জেলা প্রশাসন উচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষা করায় রাতের আঁধারে হাজার বছরের ঐতিহ্যবাহী ইছানগর খাল দখল করা হয়েছে। আগামী দশদিনের মধ্যে খালের ওপর দেয়া সীমানা প্রাচীর সরানো না হলে বৃহত্তর আন্দোলন করা হবে। বাংলাদেশ পরিবেশ ফোরাম, চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলন, পরিবেশ ও মানবাধিকার আন্দোলন পমা, গ্রীনক্লাব গ্লোবাল, কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশন, ইছানগর সদরঘাট সাম্পান মালিক কল্যাণ সমিতি, গ্রামীণ পরিবেশ ও কৃষ্টি উন্নয়ন সমাজ সৃষ্টি, মানব কল্যাণ সংস্থা উক্ত মানববন্ধনের আয়োজন করে। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ ফোরাম সভাপতি আলীউর রহমান, পরিবেশ ও মানবাধিকার আন্দোলন পমা’র সাধারণ সম্পাদক সাংবাদিক আবসার মাহফুজ, গ্রীন এলায়েন্স বাংলাদেশের যুগ্ম সম্পাদক কবির হোসেন শিশির, দফতর সম্পাদক মোঃ কামাল পারভেজ, কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ ফেডারেশন সভাপতি এসএম পেয়ার আলী, মানবসম্পদ কল্যাণ সংস্থার সম্পাদক ফরিদ হোসেন আবু, ইছানগর সদরঘাট সাম্পান মালিক সমিতির উপদেষ্টা জিন্নাত আলী লেদু, আবুল কালাম, জাকির আহম্মেদ, আবদুল মালেক, মোহাম্মদ সফি প্রমুখ। ইছানগর খালের গুরুত্ব তুলে ধরতে গিয়ে বক্তারা বলেন, ঝড় তুফানের সময় এই খাল সাম্পান মাঝিরা আত্মরক্ষার পোতাশ্রয় হিসেবে ব্যবহার করে থাকে। যুগ যুগ ধরে এই খালে সাম্পান মাঝিরা তাদের সাম্পান নোঙর করে আসছে। তারা অবৈধ দখলদারদের কাছ থেকে খালটি মুক্ত করতে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান। চরপাথরঘাটা ইউনিয়নের চেয়ারম্যান সাবের আহমদ বলেন, এই খালটি দখল হয়ে গেলে ইছানগর গ্রামের ১৫ থেকে ২০ হাজার মানুষ স্থায়ীভাবে জলাবদ্ধতার শিকার হবে। ডুবে যাবে লোকালয়, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান। তিনি খালটি উদ্ধার করে যথাযথ সংস্কারের দাবি জানান।
×