ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খুলনাকে পরিবেশ বান্ধব নগরী হিসেবে গড়ে তোলা হবে ॥ সিটি মেয়র

প্রকাশিত: ০৬:৪২, ৪ ডিসেম্বর ২০১৮

খুলনাকে পরিবেশ বান্ধব নগরী হিসেবে গড়ে তোলা হবে ॥ সিটি মেয়র

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ এফএসএম নেটওয়ার্ক (বাংলাদেশ ফিক্যাল স্লাজ ম্যানেজমেন্ট) ও খুলনা সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে ৩য় ‘পয়ঃবর্জ্য কর্মী সম্মেলন’ সোমবার সকালে নগরীর সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। তিনি বলেন, খুলনাকে পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব নগরী হিসেবে গড়ে তোলা হবে। এ জন্য দৈনন্দিন বর্জ্য অপসারণের পাশাপাশি প্রতিবছর অন্তত একবার বাড়ির সেপটিক ট্যাঙ্কি পরিষ্কারের ওপর গুরুত্বারোপ করেন তিনি। সিটি মেয়র বলেন, স্বাস্থ্যসম্মতভাবে সেপটিক ট্যাংক খালি করা যেমন জরুরী তেমনি তা নিরাপদ প্রক্রিয়ায় অপসারণ করাও জরুরী। এফএসএম গুরুত্বপূর্ণ এ কাজে সহায়তা করে আসছে। খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ কান্তি বালার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, পরিবেশ অধিদফতর খুলনার পরিচালক হাসিবুল হক খান ও ঝিনাইদহ পৌরসভার মেয়র সাঈদুর রহমান মিন্টু।
×