ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকারী দলই নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারে ॥ রব

প্রকাশিত: ০৫:২৩, ৩ ডিসেম্বর ২০১৮

 সরকারী দলই  নির্বাচন থেকে সরে দাঁড়াতে  পারে ॥ রব

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ২ ডিসেম্বর ॥ জেএসডির কেন্দ্রীয় সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা আ স ম আব্দুর রব বলেছেন, ‘সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে বিরোধী দল নির্বাচন করবে না, আমার তো মনে হচ্ছে সরকার দলই নির্বাচন করবে না, নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে তখন সরকার দেখছে তাদের বিপক্ষে ভোটার জনগণ ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করার চেষ্টা করতেছে। আর সরকারের দুই একজন বলেও ফেলছেন হেরে গেলেও দেশ ছেড়ে যাব না। দেশ ছেড়ে ইতোমধ্যে অনেকে চলে গেছেন, সামনে কিছু দিনের মধ্যে সরকারী দলের প্রার্থীসহ অনেকে পালিয়ে যেতে পারেন। যারা দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে বেগমপাড়া করেছেন, মন্ত্রীপাড়া করেছেন জনতার আদালতে তাদের বিচার হবে এ জন্য তারা দেশ ছেড়ে পালাবেন।’ লক্ষ্মীপুর প্রেসক্লাবের হলরুমে রবিবার দুপুরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
×