ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রিজভীর বিরুদ্ধে পানি সচিবের আইনী নোটিস

প্রকাশিত: ০৪:২৬, ২৭ নভেম্বর ২০১৮

রিজভীর বিরুদ্ধে পানি সচিবের আইনী নোটিস

স্টাফ রিপোর্টার ॥ নির্বাচন কমিশন (ইসি) সচিবসহ জনপ্রশাসন, পানিসম্পদ ও বেসামরিক বিমান পরিবহন সচিব এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবের উপস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে গোপন বৈঠকে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ করা হয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভীর এমন বক্তব্যে তার বিরুদ্ধে আইনী নোটিস পাঠিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার। নোটিসে রিজভীর বক্তব্যকে অসত্য, ভিত্তিহীন ও মানহানিকর অভিহিত করে ২৪ ঘণ্টার মধ্যে তা প্রত্যাহার করতে বলা হয়েছে। অন্যাথায় এই ‘অসত্য ও মানহানিকর’ বক্তব্যের কারণে রিজভীর বিরুদ্ধে পানিসম্পদ সচিব দেওয়ানি ও ফৌজদারি মামলা দায়ের করবেন বলেও উল্লেখ করা হয়। কবির বিন আনোয়ারের পক্ষে এই আইনী নোটিস পাঠান সুপ্রীমকোর্টের সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন। নোটিসে বলা হয়, গত ২৪ নবেম্বর রুহুল কবির রিজভী একটি সংবাদ সম্মেলন করেন। ওই দিনই একটি দৈনিকের অনলাইন সংস্করণসহ বিভিন্ন সংবাদপত্রে ওই সংবাদ সম্মেলনে রিজভীর বক্তব্য প্রকাশিত হয়। খবরে বলা হয়, সংবাদ সম্মেলনে রিজভী বলেছেন, নৌকার প্রার্থীদের বিজয়ী করতে পুলিশ ও প্রশাসনের কর্তাব্যক্তিদের প্রতিনিয়ত গোপন বৈঠক চলছে। প্রশাসন ও পুলিশের বিতর্কিত ও দলবাজ কর্মকর্তারা জনসমর্থনহীন আওয়ামী লীগকে ফের ক্ষমতায় বসানোর জন্য নানা চক্রান্ত ও ষড়যন্ত্রে মেতে উঠেছেন। নোটিসে বলা হয়, রিজভীর এই বক্তব্যে পানিসম্পদ সচিবের সম্মান ও ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুন্ন হয়েছে। তাই তার ‘অসত্য, ভিত্তিহীন ও মানহানিকর’ বক্তব্য ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করে নিতে হবে।
×