ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১৪৫ তিমির মৃত্যু

প্রকাশিত: ০৩:৫৫, ২৭ নভেম্বর ২০১৮

১৪৫ তিমির মৃত্যু

নিউজিল্যান্ডের স্টুয়ার্ট দ্বীপের সৈকতে আটকাপড়া ১৪৫ পাইলট তিমি মারা গেছে। শনিবার রাতে ম্যাসন উপসাগরের তীরে সৈকতে তিমিগুলোকে আটকাপড়া অবস্থায় দেখতে পেয়েছিলেন এক ভ্রমণকারী। তখনই প্রায় অর্ধেকের মতো তিমি মরে গিয়েছিল, বাকি অর্ধেককেও রক্ষা করা খুব কঠিন হওয়ায় সেগুলোকে সেভাবেই থাকতে দেয়া হয়েছিল। সৈকতের প্রায় দুই কিলোমিটার ব্যবধানে তিমিগুলোর দুটি দল আটকা পড়েছিল-বিবিসি বিপর্যয়ে পৃথিবীর ফুসফুস ব্রাজিলের আমাজন নদী অববাহিকার রেইন ফরেস্ট গত এক দশকে সবচেয়ে বেশি হারে উজাড় হয়েছে বলে সাম্প্রতিক এক তথ্যে জানা গেছে। লাখ লাখ মাইলজুড়ে বিস্তৃত আমাজন বনকে বলা হয় পৃথিবীর ফুসফুস। কিন্তু পৃথিবীর গুরুত্বপূর্ণ এই রেইন ফরেস্ট বিপর্যয়ের মুখে। আমাজন রেইন ফরেস্ট বা চিরহরিৎ বনের প্রায় ৭ হাজার ৯শ’ বর্গ মাইল এলাকা লন্ডন শহরের চেয়েও অন্তত ৫ গুণ বড়-ওয়েবসাইট।
×