ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কামরাঙ্গীরচরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন দগ্ধ

প্রকাশিত: ০৫:১২, ২৫ নভেম্বর ২০১৮

 কামরাঙ্গীরচরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন দগ্ধ

স্টাফ রিপোর্টার ॥ কামরাঙ্গীরচর মুসলিমবাগ এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা-ছেলেসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছে। দগ্ধরা হচ্ছে রিপা আক্তার (২০), তার ছেলে রাফসান (২) ও রিপার বোন শারমিন আক্তার (২২)। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানান, রিপার শরীরের ১০ শতাংশ, তার ছেলে রাফসানের ২৫ শতাংশ ও শারমিনের ৮ শতাংশ দগ্ধ হয়েছে। তারা কেউ আশঙ্কামুক্ত নয়। দগ্ধ রিপার বাবা নান্নু মিয়ার জানান, তারা কামরাঙ্গীরচর মুসলিমবাগ মাছবাজার এলাকায় একটি সেমি পাকা বাড়িতে ভাড়া থাকে। তিনি জানান, শনিবার বিকেলে তাদের পাশের বাসায় একটি খালি ঘরে বিকট আওয়াজে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে দেয়াল ভেঙ্গে তাদের ঘরের জানালা দিয়ে পড়ে। পরে জানালা নিয়ে আগুন ঢুকে তারা দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদের বিকেল সাড়ে ৪টার দিকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুল্লাহ খান জানান, দগ্ধরা কামরাঙ্গীচরের মুসলিমবাগের মিজান কন্টাক্টরের বাড়িতে ভাড়া থাকেন। রিপা নামে ওই মহিলা দুপুরে রান্না করছিলেন। এ সময় পাশের ঘরে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দেয়াল ভেঙ্গে তাদের জানালা নিয়ে আগুন ঢুকে পড়ে। এতে আগুনে তারা দগ্ধ হন। বিকেলে তাদের ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তারা কেউ আশঙ্কামুক্ত নয়। গাড়ির ধাক্কায় মৃত্যু ॥ রাজধানীর বকশীবাজারে দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নূরজাহান কুসুন (২২) নামে এক নববধূর মৃত্যু হয়েছে। বিয়ের মাত্র চার মাসের মাথায় এমন মৃত্যু, পরিবারের কেউ মানতে পারছেন না। এ ঘটনায় নিহতের স্বামী মোটরসাইকেল চালক মোঃ আসিফ আহত হয়েছেন। এদিকে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, শনিবার দুপুরে পরিবারের অনুমতিতে বিনা ময়নাতদন্ত ছাড়াই ঢাকা মেডিক্যাল কলেজ মর্গ থেকে তার লাশ নিয়ে গেছে পরিবারের সদস্যরা। হাসপাতালে নিহতের স্বামী আহত আসিফ জানান, তারা বংশাল মালিটোলা এলাকায় থাকেন। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে স্ত্রী নূরজাহানকে নিয়ে মালিটোলা বাসায় ফিরছিলেন। পথিমধ্যে বকশীবাজার এলাকায় ঢাকা মেডিক্যালের নতুন ভবনের সামনের রাস্তায় দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি ময়লার গাড়ি তাদের ধাক্কা দেয়। এতে দুজনই ছিটকে রাস্তার দুপাশে পড়ে যান। এরপর ময়লার গাড়িটি তার স্ত্রীর মাথার ওপর দিয়ে চলে যায়। তিনি জানান, স্ত্রী হেলমেট পরা ছিল। তারপরই হেলমেট ফেটে তার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে পথচারীরা তাদের উদ্ধার করে ঢামেকের জরুরী বিভাগে আনেন। এ সময় চিকিৎসক নূরজাহানকে মৃত ঘোষণা করেন। আসিফ জানান, ২০১৮ সালের ২৭ জুলাই তাদের বিবাহ সম্পন্ন হয়।
×