ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কলাপাড়ায় রাস মেলা আজ শুরু

প্রকাশিত: ০৪:২৯, ২১ নভেম্বর ২০১৮

কলাপাড়ায় রাস মেলা আজ শুরু

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২০ নবেম্বর ॥ দক্ষিণাঞ্চলের শত বছরের ঐতিহ্যবাহী রাস পূর্ণিমার উৎসব শুরু হচ্ছে বুধবার রাতে। সন্ধ্যায় কুয়াকাটায় রাধাকৃষ্ণ মন্দিরে রাস মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে। রাতভর মন্দির প্রাঙ্গণে ধর্মীয় অনুষ্ঠানসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। প্রায় অর্ধলক্ষ পুণ্যার্থীর সমাবেশে প্রতি বছরের মতো মধ্যরাতের পর থেকে পুণ্যস্নানে মিলিত হবেন আগত ভক্তরা। পুণ্য স্নান শেষে কলাপাড়ায় মদন মোহন সেবাশ্রমে পাঁচ দিনের রাস মেলায় অংশ নেবে। সেখানে সেবাশ্রম প্রাঙ্গণে বরাবরের মতো রাধাকৃষ্ণের যুগল ১৭ জোড়া প্রতিমা স্থাপন করা হয়েছে। অনুষ্ঠিত হবে পাঁচ দিনের ধর্মীয় উৎসব। এখন রাস মেলাকে কেন্দ্র গোটা কলাপাড়ায় সাজ সাজ রব বিরাজ করছে। গেট তোড়ণ নির্মাণ করা হয়েছে।
×